X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই: স্বাস্থ্যমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮

মাদারীপুরে স্বাস্থ্যমন্ত্রী

চীন ফেরত যাদের মধ্যে ভাইরাস পাওয়া গেছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘দেশে কোনও করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই। চীন ফেরত যাদের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মাদারীপুরে আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা ভাইরাস যাতে দেশে না ঢুকতে পারে, তার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে, এমনকি মেডিক্যাল টিমও রাখা হয়েছে। বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১২ হাজার যাত্রী আসেন। এই মেডিক্যাল টিম ২৪ ঘণ্টা এসব যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করছে। কারও দেহে এই রোগের ভাইরাস পাওয়া গেলে তাকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের গুজব ছড়ায় তারা দেশের মঙ্গল কামনা করে না। মানুষকে আতঙ্কিত করাই মোটেই কাম্য নয়। সবাই সজাগ থাকলে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভবনা নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘চীনে আটকে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া সরকারের আরও উচ্চ-পর্যায়ে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে সঠিক কোনও সিদ্ধান্ত দিতে পারবে না। চীন থেকে যদি কেউ এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে ফেরে, তাহলে ডব্লিউএইচও’র গাইড লাইন ফলো করা হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, আছমত আলী খান সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগমসহ অনেকেই।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার