X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৫০ বস্তা চালসহ কৃষকলীগ নেতা গ্রেফতার, সংগঠনের অস্বীকার

বগুড়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ২৩:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২৩:৫৯

গ্রেফতার মিঠু মন্ডল বগুড়ার সোনাতলা থানা পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার ও মিঠু মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও এলাকাবাসী বলছেন, মিঠু ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় মিঠু তাদের কর্মী নন। এ ঘটনায় সোনাতলা থানার এসআই রহিম উদ্দিন তার বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) মিঠুকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তবে জেলা কৃষকলীগের নেতারা সংবাদ সম্মেলনে করে দাবি করেছেন, মিঠু তাদের সংগঠনের কেউ নন।

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী ও স্থানীয়রা জানান, মিঠু মিয়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।

বৃহস্পতিবার বিকালে গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ টাকা কেজি দরে বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার ও মিঠুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানায়, তিনি চালগুলো কার্ডধারীদের কাছ থেকে কিনেছেন।

এদিকে চালসহ মিঠু গ্রেফতারের পর পুরো সোনাতলা উপজেলায় হইচই শুরু হয়। নির্বাচনি পোস্টারে তার দলীয় পদ লেখা থাকলেও তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন বলে প্রমাণের চেষ্টা চলে। সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন জানান, মিঠু আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তার এক ভাই যুবলীগ কর্মী ও অপর ভাই কাইয়ুম সাবেক ইউপি সদস্য বিএনপি কর্মী।

তিনি আরও জানান, স্বার্থান্বেষী মহল প্রচার করছে যে, মিঠু মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অসীম কুমার জৈন নতুনের পিএস। আসলে চেয়ারম্যানের পিএসের নাম রোস্তম।

শুক্রবার সকালে সোনাতলা প্রেসক্লাবে মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন এবং উপজেলা কৃষক লীগ যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে দাবি করা হয়, মিঠু মন্ডল তাদের সংগঠনের কেউ নন। সংবাদ সম্মেলনে জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা কৃষকলীগের নেতা মোঃ মাফুজার রহমান মাফু, সোনাতলা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবু লায়েছ নাহিদ, মধুপুর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক সুরুজ মাষ্টার, যুগ্ম আহবায়ক শাহিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’