X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মেডিক্যাল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত, গাইবান্ধা সদর হাসপাতালের দুটি ব্লক লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ২৩:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:৩৫

গাইবান্ধা সদর হাসপাতাল গাইবান্ধা সদর হাসপাতালের একজন মেডিক্যাল টেকনোলজিস্টের (ল্যাব) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ ব্লক লকডাউন করা হয়েছে। এছাড়া প্যাথলজি বিভাগের চার জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। করোনা শনাক্ত মেডিক্যাল টেকনোলজিস্টের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তাকে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে।

এ নিয়ে গাইবান্ধায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এরমধ্যে গোবিন্দগঞ্জের এক কিশোর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসনে মারা যায়। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন রোগী।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহফুজার রহমান। তিনি বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে যারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যেতেন তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল প্যাথলজি বিভাগে। পরে এসব নমুনা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে পাঠানো হতো রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) করোনা শনাক্তের পিসিআর ল্যাবে। আর এ কাজে যুক্ত ছিলেন প্যাথলজি বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) তিন জন, ল্যাব অ্যাটেনডেন্ট একজন ও এমএলএসএস একজন। সম্প্রতি তাদের মধ্যে এক মেডিক্যাল টেকনোলজিস্টের (ল্যাব) করোনার উপসর্গ কাশি দেখা দিলে ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রমেকে পাঠানো হয়। পরে করোনা পরীক্ষা করে মঙ্গলবার রাতে তার করোনা শনাক্তের বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও জানান, মেডিক্যাল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হলে বুধবার সকালে হাসপাতালের প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ দুটি ব্লক লকডাউন ঘোষণা করে তালাবন্ধ করে দেওয়া হয়। এছাড়া তার সংস্পর্শে আসা আরও চার জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে মেডিক্যালে পাঠানো হয়। লকডাউনে প্যাথলজি বিভাগ বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে বহির্বিভাগের সেবা জরুরি বিভাগের ব্লকে দেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’