X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে করোনা রোগী নিখোঁজ!

শরীয়তপুর প্রতিনিধি
০৪ মে ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ মে ২০২০, ২১:৪২




শরীয়তপুর শরীয়তপুরে নতুন করে শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে একজনের হদিস মিলছে না। জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে শরীয়তপুরে নতুন করে চার ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের এক ব্যক্তি ছিলেন। সম্প্রতি তিনি গোপনে নারায়ণগঞ্জ থেকে আলাওলপুর নিজ বাড়িতে এসেছিলেন। স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর জেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গত ১ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

পরে সোমবার (৪ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য প্রশাসনের হাতে এসে পৌঁছায়। তিনি করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এরপর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তার বিষয়ে কিছু জানাতে পারেনি।

জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ বলেন, প্রতিটি পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আমরা আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করি। নারায়ণগঞ্জ থেকে আসা আলাওলপুরের এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি নারায়ণগঞ্জ ফিরে গিয়েছেন, বলে একটি তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, তার করোনা পজিটিভ জানার পর আমরা তার বাড়িতে গিয়ে পাইনি। পরিবারের সদস্যরা জানান তিনি তিন দিন ধরে বাড়িতে নেই। আমরা এখন বিভিন্ন মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে নড়িয়া ও ডামুড্যা উপজেলায় ২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একজন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ