X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই পক্ষের কোন্দলে এলাকায় হুলস্থুল, জবাই করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০২০, ২২:২৪আপডেট : ০৬ মে ২০২০, ২২:২৬

পুলিশ অজিউল্যাহ নামে একজনকে আটক করেছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে আনোয়ার হোসেন (৪২) নামে একজনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এসময় শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের যুবলীগের সক্রিয় সদস্য। পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার নামে একাধিক হত্যাসহ এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশ অজিউল্যাহ নামে একজনকে আটক করেছে।

স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৯ নং ওয়ার্ডের বাদশা মাঝির ছেলে আনোয়ার হোসেন কয়েকমাস ধরে পার্শ্ববর্তী পূর্বগ্রামের বড় মসজিদ সংলগ্ন মাইনুলের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সোমবার দুপুরে তার মেয়ে আনিকা আক্তার বাড়ির সামনে দিয়ে হাটতে গেলে পূর্বগ্রামের আতাবুদ্দিনের ছেলে সানাউল্যাহ তাকে উত্ত্যক্ত করে। এনিয়ে আনোয়ার ও তার লোকজনের সাথে সানাউল্যাহর পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রবি, তুষার, সানাউল্যাহসহ উভয়পক্ষের পাঁচ জন আহত হয়।

এই ঘটনার জের ধরে বুধবার দুপুরে আনোয়ার হোসেনকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভেতরেই সানাউল্যাহর ছেলে নাছির, সাহাউদ্দিনের ছেলে অজিউল্যাহসহ বেশ কয়েকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

এই ঘটনার খবর চনপাড়া বস্তিতে ছড়িয়ে পড়লে নিহত আনোয়ারের লোকজন পূর্বগ্রামের শতাধিক বাড়িঘর ও দোকাপনপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ সাহাউদ্দিনের ছেলে অজিউল্যাহকে আটক করেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, 'নিহত আনোয়ার হোসেন চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া তার নামে দুটি হত্যাকাণ্ডসহ এক ডজনের অধিক মামলা রয়েছে।'

ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান