X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পাবনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৭:০৯আপডেট : ২৩ মে ২০২০, ১৭:১৩

পাবনায় অস্ত্র গোলাবারুদসহ তিনজন গ্রেফতার

পাবনায় অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। আইন শৃঙ্খলা বাহিনীটির পাবনা ক্যাম্পের সদস্যরা শহরের আটুয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে তারা জানতে পারেন একদল সন্ত্রাসী ঈদকে সামনে রেখে ডাকাতি করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্যসহ পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়ায় অবস্থান করছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালানোর সময়ে ওই এলাকার মনোয়ারুল ওরফে বাবুর ছেলে সোয়াদ আলম আপেল (৩৩), পশ্চিম সাধুপাড়ার মোস্তফার ছেলে সুমন (৩১) ও আব্দুস সামাদ ওরফে মকসেদের ছেলে রফিককে (৩১) গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার, ২টি ওয়ান শুটারগান, ৭টি হাত বোমা, ৫  রাউন্ড রিভালবারের গুলি, ৫টি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র রেখে নানা অপরাধ সংঘটিত করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ সদর থানায় সোর্পদ করা হয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে বলে জানা যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল