X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত

যশোর প্রতিনিধি
২০ জুন ২০২০, ১৪:০৫আপডেট : ২০ জুন ২০২০, ১৪:০৮

যশোর যশোরের অভয়নগরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম (৪৩) ও মিজানুর রহমান বিশ্বাস (৪৫) নামে দুই জন নিহত হয়েছেন। আহত হন ইনামুল ইসলাম (১৮)। তারা সবাই ইজিবাইকের আরোহী ছিলেন।

আজ শনিবার (২০ জুন) সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, রাজঘাট এলাকা থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ইজিবাইকটি পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে ওঠে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-০১৫৬) সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল ৭টার দিকে আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইনামুল চিকিৎসাধীন রয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিহত মনিরুল ইসলাম যশোরের অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে। মিজানুর রহমান খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে। ইনামুল খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা