X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিশুপুত্রকে মেঝেতে ছুঁড়ে হত্যা করলো পাষণ্ড পিতা!

নরসিংদী প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ০৪:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৪:৩৫

নরসিংদী  
নরসিংদী সদর উপজেলার শীলমান্দীতে শুভ নামের এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে তারই বাবার হাতে। সোমবার (২৭ জুলাই) বিকাল ৩টার দিকে শীলমান্দী ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই বাবার নাম সুমন মিয়া (২৬)। তিনি এলাকায় লরিতে করে ইট পরিবহনের কাজের একজন হেলপার। অভিযুক্ত সুমন মিয়াকে এরই মধ্যে আটক করেছে নরসিংদী মডেল থানার পুলিশ।

পুলিশ ও শিশুটির পরিবার সদস্যরা জানান, দুপুরে খাবার পর বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল এক বছর বয়সী শুভ। হঠাৎই ঘুম থেকে জেগে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে শিশুটি। পাশে শুয়ে থাকা শিশুটির বাবা তা সহ্য করতে না পেরে খাট থেকে তাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলেন ঘরের মেঝেতে। পরে নিজের একমাত্র সন্তানের বুকে পা দিয়ে চেপে ধরেন তিনি। রক্তে ওই শিশুর নাক-মুখ ভেসে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শুভ। শিশুটির মা মিতু বেগমের চোখের সামনেই এই ঘটনা ঘটান ওই পাষণ্ড বাবা। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুমন মিয়া এলাকায় একজন মাদকাসক্ত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রায়ই স্থানীয় বখাটেদের সঙ্গে গাঁজা সেবন করতেন। অন্যদিকে শিশুটি জন্মের পর থেকেই সবসময় অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করত। মায়ের কোল ছাড়া আর কারও কোলেই সে থাকতো না। দরিদ্র এই দম্পতির একমাত্র সন্তান ছিল শুভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাওন মিয়া নামের একজন জানান, ঘটনার পরই শিশুটির মা মিতু বেগমের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ঘটনা শুনে শিশুর বাবাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেন স্থানীয়রা। পরে পেছনের জানালা ভেঙে পালিয়ে যায় সুমন মিয়া। এই ঘটনা মানুষের মুখে মুখে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। পরে সুমন মিয়া পার্শ্ববর্তী ফুলতলা বাজার এলাকায় গেলে স্থানীয় লোকজন তাকে ধরে বেঁধে ফেলেন। পরে খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাদিরুল আমিন জানান, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এই ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে এরই মধ্যে আটক করা হয়েছে। অন্যদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ওই শিশুর লাশের ময়না তদন্ত করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বের যাঁতাকলে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট