X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ট্রেনের নিচে ফেলে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মামলা

বগুড়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

নিহত ব্যবসায়ী আনিসুর রহমান বাবু। ডানে গ্রেফতার গোলাম রব্বানী ও লুৎফর রহমান বগুড়া সদরের কৈচড় এলাকায় ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে আনিসুর রহমান বাবু (৪৫) নামে এক স্টিল ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বোনারপাড়া থানায় নিহতের স্ত্রী আমেনা বেগম এ মামলা করেন। রেলের বোনারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন।

এজাহারে দুজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত দু-তিন জনকে আসামি করেছেন বাদী। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশ জানায়, আনিসুর রহমান বাবু বগুড়া শহরের শিববাটি এলাকার ফজলুর রহমানের ছেলে। তিনি বগুড়া সদরের শহরদীঘি এলাকায় হাজির মিলের কাছে স্টিল ফার্নিচার তৈরি ও বিক্রি করেন। তিনি ফার্নিচার বিক্রি বাবদ কয়েকজনের কাছে মোটা অংকের টাকা পান। বাবু গত ২১ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে কৈচড় এলাকায় রেল লাইনের পাশে বন্ধু কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবদুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লুৎফর রহমানের (৩৭) সঙ্গে কথা বলছিলেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা বাবুকে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে দৌড় দেন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। জনগণ দৌড়ে পালাতে দেখে তার বন্ধু রব্বানী ও লুৎফরকে আটক করে রাখেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা রেল পুলিশের এসআই কায়কোবাদ জানান, নিহত বাবুর স্ত্রী বুধবার রেলের বোনারপাড়া থানায় লুৎফর ও রব্বানীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত দু-তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এজাহারে হত্যার কারণ উল্লেখ না থাকলেও এই কর্মকর্তার ধারণা, পাওনা টাকা চাওয়া নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কোনও প্রভাবশালী দেনাদার গ্রেফতার দুজনসহ অন্যদের মাধ্যমে বাবুকে হত্যা করিয়েছে। গ্রেফতার এজাহার নামীয় দু’জনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। দু’একদিনের মধ্যে রিমান্ড শুনানি হবে। আর রিমান্ডে নিলেই এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’