X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সীমান্ত দিয়ে পাচার হচ্ছে সোনা, তিন কেজি উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩

সাতক্ষীরার বৈকারি সীমান্তে পাচারের সময় সোনাসহ আটক যুবক।

দেশের বিভিন্ন সীমান্ত পথকে সোনা পাচারের কাজে আবারও টার্গেট করেছে পাচারকারীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার বৈকারি ও যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারচেষ্টাকালে দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে বিজিবি। পাচারকারীদের একজন নারী। এ সময় উভয়ের কাছ থেকে ২৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারগুলোর মোট ওজন তিন কেজির বেশি।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের মেইন পিলার ৭ ও সাব পিলার ৪৯ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১ কেজি ৫৭০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ ওই চোরাকারবাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। এ সময় জব্দ করা হয় একটি সুজুকি মোটরসাইকেল।

তিনি আর জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

বেনাপোল সীমান্তে পাচারের সময় জব্দ করা সোনা। এসময় এর বাহক নারীকেও আটক করা হয়।

বেনাপোল প্রতিনিধি জানান, যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। তার নাম পপি খাতুন (২৪)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের শিকড়ি গ্রামের বটতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক নারী পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে বটতলা ব্রিজের ওপর এ অভিযান চালানো হয়। আটক ১ কেজি ৫২৬ গ্রাম ওজনের ১৩ পিস সোনার বারের সিজ অবস্থায় মূল্য প্রায় ৯২ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সোহেল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটক নারীকে সোনারবারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’