X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মা-ছেলে খুনের প্রধান অভিযুক্ত ফারুক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ অক্টোবর ২০২০, ১২:১৬আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১২:১৭

মা-ছেলে খুনের প্রধান অভিযুক্ত ফারুক আটক চট্টগ্রামে মা-ছেলে খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক ফারুককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক কাজী মোহাম্মদ তারেক আজিজ।

কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ আগস্ট হত্যাকাণ্ডের পর এতদিন ফারুক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ ভোরে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে আটক করি। এ বিষয়ে বিস্তারিত দুপুর ১টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।’

আটক ফারুক বহদ্দারহাট খাজা রোডের বাসিন্দা বলে জানা গেছে। বহদ্দারহাটে সে একটি দোকান পরিচালনা করতো।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খুন হওয়া গুলনাহার বেগম (৩৩) ছেলে রিফাত (৯) ও মেয়ে ময়ূরীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। ২৪ আগস্ট সন্ধ্যায় ময়ূরী গার্মেন্টস থেকে ফিরে দেখেন বাসায় মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে আছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর নিহত গুলনাহারের মেয়ে ময়ূরী পুলিশকে জানিয়েছিল, আটক ফারুক তার মাকে বোন ডেকেছিল। ফারুক আমাদের বাসায় আসা-যাওয়া করতো। পাঁচ বছর ধরে ফারুকের সঙ্গে তাদের পরিচয়। ঘটনার কিছুদিন আগে ফারুকের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরেই ফারুক তার মা এবং ভাইকে খুন করতে পারে।

এদিকে ঘটনার পর থেকে ফারুক পলাতক থাকায় তার প্রতি সন্দেহ জোরালো হয়। পরে তাকে আসামি করে ময়ূরী থানায় মামলা দায়ের করেন। পলাতক থাকায় এতদিন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে