X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৪ শ্রাবণ ১৪২৯

হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ নভেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০০:২৩

জুনায়েদ বাবুনগরী ও নূর হোসাইন কাসেমী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে অরাজনৈতিক ধর্মীয় সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে (কাউন্সিল)  আলোচনা শেষে তাকে আমির নির্বাচিত করে ১৫১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে প্রয়াত আল্লামা শাহ শফীর উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত হলেন বাবুনগরী। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

এদিন দুপুর ২টার দিকে সম্মেলনের সভাপতির পক্ষে হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ কমিটির সদস্যদের নাম পাঠ করে শোনান। সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

এর আগে সভাপতির কাছে ১২ সদস্যদের সাব-কমিটি হেফাজতের নতুন কমিটির প্রস্তাব উপস্থাপন করে। এতে বলা হয়, যদি কোনও আপত্তি না আসে তাহলে আগামীকাল (সোমবার) হেফাজতের কেন্দ্রীয় নেতারা বসে এই কমিটি চূড়ান্ত করবেন।

 কমিটিতে ৩২ জন নায়েবে আমির, ৪ জন যুগ্ম মহাসচিব, ১৮ জন সহকারী মহাসচিবের পদ ঘোষণা করা হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে:

 উপদেষ্টা পরিষদ

প্রধান উপদেষ্টা: শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

অন্যান্য উপদেষ্টা: 

আল্লামা সুলতান যওক নদভী, মুফতি আবদুস সালাম চাটগামী, আল্লামা আব্দুল হালীম বুখারী, আল্লামা আবদুর রহমান হাফেজ্জী, মুফতি আবদুল মালেক হালিম, মাওলানা হাফেজ কাসিম (তালিমুদ্দিন মাদরাসা), মাওলানা নূরুল ইসলাম আদীব, মাওলানা জিয়াউদ্দীন, মুফতি ওয়াক্কাস, মাওলানা আবুল হাসান রংপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, মাওলানা নোমান ফয়েজী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ইসহাক, মাওলানা আবদুর রকীব, মাওলানা রশিদুর রহমান ফারুক, আল্লামা নূরুল হক কুমিল্লা, মাওলানা আবুল কালাম, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা জালাল আহম, মাওলানা আশেকে এলাহী ( ব্রাহ্মণবাড়িয়া),  মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফজলুল্লাহ, মাওলানা আশেকে এলাহী পীর সাহেব উজানী

হেফাজতে ইসলামের জাতীয় কাউন্সিল

আমির: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নায়েবে আমির: 

মাওলানা নুরুল ইসলাম জিহাদী (মাখজান, ঢাকা), মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ( কামরাঙ্গীরচর), মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সালাহ্উদ্দিন নানুপুরী, মাওলানা শেখ আহমদ ( হাটহাজারী), মুফতী আহমদুল্লাহ ( পটিয়া মাদরাসা), মাওলানা আব্দুল হামিদে ( পীর মধুপুর), মুফতী আরশাদ রহমানী ( বসুন্ধরা),  মাওলানা মাহফুজুল হক ( বেফাক), মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ( সিলেট), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ( মোমেনশাহী), ড. আহমদ আব্দুল কাদের ( খেলাফত মজলিস), মাওলানা সাজিদুর রহমান ( ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ইয়াহিয়া (হাটহাজারী),  মাওলানা আব্দুল আওয়াল ( নারায়ণগঞ্জ), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ( আরজাবাদ), ড. আ ফ ম খালেদ হোসেন ( চট্টগ্রাম),  মাওলানা সারওয়ার কামাল আজিজী ( নেজামে ইসলাম), মাওলানা হাবিবুর রহমান কাসেমী ( নাজিরহাট), মুফতী জসিম উদ্দিন ( হাটহাজারী),  মাওলানা তাজুল ইসলাম ( ফিরোজশাহ, চট্টগ্রাম), মাওলানা আনোয়ারুল করিম ( যশোর), মাওলানা মুশতাক আহমদ ( খুলনা),  মাওলানা রশিদ আহমদ  ( জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ), মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নুরুল ইসলাম খান ( সুনামগঞ্জ),  মাওলানা হাবিবুর রহমান ( লালবাগ মাদরাসা), মাওলানা ফুরকানুল্লাহ খলিল ( দারুল মায়া'রিফ), মাওলানা নেজাম উদ্দিন ( নোয়াখালী), মাওলানা উবায়দুর রহমান মাহবুব ( বরিশাল), মাওলানা ইউনুস আহমদ ( রংপুর), মাওলানা জাহিদুল ইসলাম বিন ইউনুস

মহাসচিব: আল্লামা নূর হুসাইন কাসেমী

যুগ্ম মহাসচিব:

মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকিম ও মাওলানা নাসির উদ্দিন মুনির

সহকারী মহাসচিব:

মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা  মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ ভাটুয়া, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা জসিমুদ্দিন (লালবাগ), মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা হাসান জামিল

সাংগঠনিক সম্পাদক: মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

সহকারী সাংগঠনিক সম্পাদক:

মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মাসউদুল করীম টঙ্গী, মাওলানা মীর মুহাম্মদ ইদ্রিস, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমেনী ঢাকা, মাওলানা আফিমুল হক হবিগঞ্জ, মাহমুদুল আলম রংপুর

অর্থ সম্পাদক: মুফতি মুনির হোসাইন কাসেমী

সহকারী অর্থ সম্পাদক: 

মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী

প্রচার সম্পাদক: মাওলানা জাকারিয়া নোমান ফয়জী

সহকারী প্রচার সম্পাদক: 

মাওলানা মুহাম্মদ ইয়াকুম ওসমানী, মাওলানা ফয়সাল আহমদ (মোহাম্মদপুর, ঢাকা), মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান (নারায়ণগঞ্জ), হাফেজ সায়েম উল্লাহ

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মুফতি হারুন ইজহার

সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা জুনায়েদ বিন জালাল

সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মাহবুবুর রহমান হামিদ

সমাজ কল্যাণ সম্পাদক: মুফতি কুতুবুদ্দিন নানুপুরী

সহকারী সমাজ কল্যাণ সম্পাদক: মাওলানা হাফেজ সালামত উল্লাহ

আইন বিষয়ক সম্পাদক:  অ্যাডভোকেট মাওলানা শাহিদুল পাশা চৌধুরী (সাবেক এমপি)

সহকারী আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট নিজামুদ্দিন

দাওয়াহ সম্পাদক: মাওলানা নাজমুল হাসান

সহকারী দাওয়াহ সম্পাদক: মাওলানা মুশতাকুন্নবী, আহমদ আলী কাসেমী

তথ্য ও গবেষণা সম্পাদক: মাওলানা ওবায়দুর রহামান খান নদভী

ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মুফতি মুহাম্মদ আলী

সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব

সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক: মাওলানা জিয়াউল হুসাইন

আন্তর্জাতিক সম্পাদক: হেলাল উদ্দিন নানুপুরী

সহকারী আন্তর্জাতিক সম্পাদক: 

আনোয়ার শাহ আজহারী, আব্দুল কাদের সালেহ (লন্ডন), মাওলানা আব্দুস সালাম পাটওয়ারী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রফিক আহমদ (নিউ ইয়র্ক), মাওলানা গোলাম কিবরিয়া (লন্ডন)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মাওলানা ড. নুরুল আবছার আজহারী

সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুফতি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দফতর সম্পাদক: মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব

সহকারী দফতর সম্পাদক: আবু তাহের ওসমানী ও মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল

সদস্য: 

মাওলানা আবু তাহের নদভী (পটিয়া), মুফতি কেফায়েত উল্লাহ (হাটহাজারী), মাওলানা আজিজুল হক (আল মাদানী), মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মুহাম্মদ শফি বভুয়া, আবুল হোসাইন (সাতকানিয়া), হাফেজ ইলিয়াস হামেদী, আনওয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহিম কাসেমী (ব্রাহ্মণবাড়িয়া), ক্বারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী (মৌলভীবাজার), বশির আহমদ (মুন্সিগঞ্জ), তাফাজ্জুল হক আজিজ (সুনামগঞ্জ), আলী আকবর (সাভার), আবু আব্দুর রহিম (নরসিংদী), আব্দুল কুদ্দুস (মানিকনগর), মুফতি আবু সাঈদ (ফরিদাবাদ মাদরাসা), এনামুল হক (আল মাদানী), আব্দুল মুবিন, মুহাম্মদ উল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ শুয়াইব মাক্কি, নূর হুসাইন নুরানী, মাওলানা আব্দুল মান্নান আম্বরশাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাঈদ নূর।

এর আগে সকাল ১০টায় হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শুরু হয় জাতীয় প্রতিনিধি সম্মেলন (কাউন্সিল)। এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে কাউন্সিলর হিসেবে ৩৭০ জন শীর্ষ কওমি আলেম অংশ নেন। তারাই সম্মেলনে আহমদ শফীর উত্তরসূরি নির্ধারণসহ এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকে সংগঠনটির আমিরের পদটি শূন্য ছিল।

/টিএন/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের
খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের
শেষ পর্যন্ত সোহানকে অস্ত্রোপচার করাতেই হচ্ছে
শেষ পর্যন্ত সোহানকে অস্ত্রোপচার করাতেই হচ্ছে
মিষ্টি দই বানিয়ে ফেলুন ৩ উপকরণে
মিষ্টি দই বানিয়ে ফেলুন ৩ উপকরণে
আইএসও সনদ পেলো ৮ প্রতিষ্ঠান
আইএসও সনদ পেলো ৮ প্রতিষ্ঠান
এ বিভাগের সর্বশেষ
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান
তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা 
তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা 
বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি 
বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি 
পাহাড়ে বাড়ছে ম্যালেরিয়া রোগী, উৎকণ্ঠায় স্থানীয়রা
পাহাড়ে বাড়ছে ম্যালেরিয়া রোগী, উৎকণ্ঠায় স্থানীয়রা
চট্টগ্রামে ২ শতাধিক দোকান উচ্ছেদ
চট্টগ্রামে ২ শতাধিক দোকান উচ্ছেদ