X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘কোরআনের সহায়তা নিয়ে জীববৈচিত্র্যের পক্ষে দাঁড়ান’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আওতায় জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন সংস্থাটির বোর্ড অব গভর্নরস র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় দেশে প্রথমবারের মতো হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা রউফ চৌধুরী অডিটরিয়ামে এ সেমিনারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,‘আপনারা কোরআনের সহায়তা নিয়ে জীববৈচিত্র্যের পক্ষে দাঁড়ান। কোরআন শরিফে আছে আল্লাহতায়ালাই সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি সব প্রাণী ও জীব সৃষ্টি করেছেন। এগুলোকে রক্ষার কথাও তিনি বলেছেন। জীববৈচিত্র্য রক্ষা করা অনেক প্রয়োজন। কংক্রিটের উন্নয়নে আমরা সবকিছু ভুলে গেছি। এটাকে রক্ষা করতে হবে। আর এটাতে রক্ষা করতে গেলে ইসলামিক ফাউন্ডেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনে করে ওলামায়ে কেরামরা অবদান রাখতে পারেন। বাংলাদেশের বৈচিত্র্য রক্ষার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। শেষ যাত্রায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন," ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচারক ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. শাহ আলম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ