X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ওটিতে রোগীর পেট কেটে সেলাই না করেই ভেগে গেলেন ডাক্তার

পটুয়াখালী সংবাদদাতা
২২ নভেম্বর ২০২০, ২৩:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৪:১৮

পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে রোগীর পেট কেটে সেলাই না করেই ভেগে যাওয়ার অভিযোগ উঠেছে আহম্মেদ কামাল তুষার নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। টিউমার অপারেশনের নামে ওই নারীর জরায়ু কেটে ফেলেছেন ওই চিকিৎসক এমন দাবিও করেছেন রোগীর স্বজনরা। মোছা. খাদিজা বেগম (৪০) নামের ওই রোগীর অবস্থা এখন আশঙ্কাজনক।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে অবস্থিত স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

মোসা. খাদিজা বেগম বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের জেলে সহিদুল ইসলাম সিকদারের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।

জানা যায়, খাদিজা বেগম গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। তার স্বামী শনিবার বিকাল ৪ টার দিকে তাকে কালিশুরীর স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।  চিকিৎসক আহমেদ কামাল তুষার পরীক্ষা নিরীক্ষার পর জানান, ওই গৃহবধূর পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে।

হাসপাতালের একটি সূত্র জানায়,  রবিবার দুপুর ২টার দিকে গৃহবধূ খাদিজা বেগমের টিউমার অপসারণের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক আহম্মেদ কামাল তুষার রোগীর অপারেশন করতে গিয়ে পেট, নিতম্ব ও জরায়ুর অনেকটা অংশ কেটে ফেলেন।  এসময় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ভয় পেয়ে রোগীর পেট সেলাই না করেই তাকে অপারেশন থিয়েটারে ফেলে রেখেই পালিয়ে যান। রোগী ব্যথায়  ভয়াবহ চিৎকার দিতে থাকলে অনেক পরে কয়েকজন নার্স খাদিজার পেট সেলাই করে দেন।

ওই গৃহবধূর নিকটাত্মীয় জালাল আহম্মেদ বলেন, খাদিজা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তিনি তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। ওই হাসপাতাল থেকে তাকে বরিশাল শেবাচিম  হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক আহম্মেদ কামাল তুষারের মোবাইলে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় একটি গণমাধ্যমের কাছে অপারেশনের সময় জরায়ু কেটে যায়নি বলে তিনি দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ‘রোগীর জরায়ু কাটেনি। যদি কেটে থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাম করলেই ধরা পড়বে। রোগীর পেটের সামান্য কেটে যখন দেখি তার অবস্থা ভালো না, তখন আমি উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে আসি। আমি পালিয়ে আসিনি।’ তার এ বক্তব্যেও পরিষ্কার, তিনি রোগীর পেটের অংশ বিশেষ কেটে তা সেলাই না করেই অপারেশন থিয়েটার থেকে বের হয়ে চলে গেছেন।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম সিপন বলেন, এই ঘটনা আমি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত হাতুড়ে ও ভুয়া চিকিৎসকের কারণে পটুয়াখালীর বাউফল উপজেলা বর্তমানে গণমাধ্যমে ভীষণ আলোচিত। প্রশাসনের সাম্প্রতিক তদন্তে দেখা গেছে শুধুমাত্র এই উপজেলাতেই ১৪৪ জন ভুয়া ডাক্তার রয়েছে।  এ উপজেলায় পরপর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তারের হাতে প্রসূতির মৃত্যু, অন্তঃসত্ত্বা রোগীর খাদ্যনালী কাটার ঘটনা ঘটেছে। এরপরই টিউমার অপারেশন করতে গিয়ে এ ঘটনা ঘটলো। 

আরও পড়ুন:

এক উপজেলাতেই ১৪৪ জন ভুয়া ডাক্তার!

অন্তঃসত্ত্বা রোগীর খাদ্যনালী কাটার অভিযোগ নার্সের বিরুদ্ধে

দুই প্রসূতির মৃত্যু: ডাক্তার দম্পতিকে অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া না দেওয়ার নির্দেশ  

চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যুর অভিযোগ

বন্ধের নির্দেশ দেওয়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশন, প্রসূতির মৃত্যু 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব