X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই প্রসূতির মৃত্যু: ডাক্তার দম্পতিকে অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া না দেওয়ার নির্দেশ

পটুয়াখালী সংবাদদাতা
২২ অক্টোবর ২০২০, ১৬:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:২৮

ডা. নয়ন সরকার ও ডা. পূজা ভাণ্ডারী

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভুল চিকিৎসায় দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতি ডা. নয়ন সরকার ও ডা. পূজা ভাণ্ডারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্ত্রোপচার ও অ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন বুধবার এই নির্দেশনা দেন। 


জানা যায়, ডা. নয়ন সরকার করোনাকালীন সময়ে ( ৩৯ তম বিসিএস) পটুয়াখালী  ২৫০ শয্যা হাসপাতালে সরকারিভাবে নিয়োগ পান।  তার স্ত্রী গাইনি বিষয়ের চিকিৎসক। ডা. নয়ন সরকারি হাসপাতালে নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে সস্ত্রীক প্রাইভেট প্র্যাকটিসে বেশি মনোযোগী হয়ে ওঠেন। তিনি অ্যানেসথেসিস্ট হিসেবে কাজ করলেও কোনও সিনিয়রের অধীনে কাজ না করায় এখনও তার অ্যানেসথেসিয়া দেওয়ার মাত্রা জ্ঞান ঠিক নেই বলে অভিযোগ রয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, পটুয়াখালী হাসপাতালে নিয়োগ পাওয়া পর থেকেই পটুয়াখালী হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে বাউফলের একাধিক ক্লিনিকে চিকিৎসা ও সিজার করে আসছিল ডা. নয়ন। তার স্ত্রী সহযোগী হিসেবে কাজ করতো। নয়ন সরকার পটুয়াখালী হাসপাতালে ডাক্তার হওয়ায় আরও বেশি রোগী তার কাছে যায়।

গত রবিবার ১৮ অক্টোবর কালিশুরী মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হ্যাপী বেগম (২৪) নামের এক প্রসূতির সিজার করার পরে ওই দিন ভোর রাতে তিনি মারা যান। এর আগে ত ১৪ সেপ্টেম্বর ওই দম্পতি শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রিপা রানী (২৫) নামের এক প্রসূতির অস্ত্রোপচার  করার পর ওই নারীর আর জ্ঞান ফেরেনি। সে রাতে তিনি মারা যান।শুধু এরাই না আরও অনেকেই এই ডাক্তারের চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয় বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই চিকিৎসক ও দম্পতিকে অস্ত্রোপচারও এ্যানেসথেসিয়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াওআগামী ২৪ অক্টোবর চিকিৎসা সনদ, সিজার ও অ্যানেসথেসিয়া দেওয়ার বৈধতার সকল সনদসহ তাদের সিভিল সার্জনের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এড়াছা একই দিনে সেবা ও মাজেদা মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালককে রোগী ভর্তির সকল কাগজপত্রসহ অপারেশনকারী সার্জন ও অ্যানেসথেসিয়ার চিকিৎসককে মেডিকেল টিমসহ জেলা সিভিল সার্জনের কার্যালয় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আগের সংবাদ:

চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ভুল চিকিৎসায় আবারও প্রসূতির মৃত্যুর অভিযোগ  

বন্ধের নির্দেশ দেওয়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশন, প্রসূতির মৃত্যু

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা