X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সঞ্চয় বিভাগের কর্মীদের বিরুদ্ধে গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২২:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:১৪

নওগাঁ নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরেুদ্ধে আমানতকারীদের পাঁচ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে ১১১ জন নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছরের বেশি সময় ধরে তারা ত্রৈমাসিক লভ্যাংশ এবং মূল টাকা কোনোটিই উত্তোলন করতে পারছেন না। এতে বৃদ্ধ আমানতকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। দিনের পর দিন জাতীয় সঞ্চয় অফিসে ঘুরেও তারা কোনও সুরাহ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

জাতীয় সঞ্চয় ব্যুরো/অফিস নওগাঁর এসব গ্রাহক কেউ সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন আবার কেউ সরাসরি সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টাকা জমা দিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন। তাদের কেউ কেউ কমপক্ষে ত্রৈমাসিক লভ্যাংশ তিন বার, আবার কেউ কেউ ১০ বার টাকা তুলেছেন। এর পর এদের মধ্যে ৬২ জন গ্রাহক জানতে পারেন তাদের টাকা জমা দেওয়ার রশিদ ভুয়া। আবার ৪৯ জন গ্রাহককে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ব্যাংকে সরকারি কোষাগারে তাদের টাকা জমাই দেওয়া হয়নি।

বিষয়টি জানাজানি হলে রাজশাহী বিভাগীয় দুদক অফিস থেকে তদন্ত শেষে একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই অফিসের সহকারী পরিচালক, অফিস সহকারী, অফিস সহায়কসহ চার জনকে গ্রেফতারও করে দুদক। বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত রয়েছেন।

আমানতকারীদের মধ্যে ড. আবু সালেহ মো. মুসা এবং মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তারা ১১১ জন গ্রাহক গত ২০১৯ সালে জুন মাসের পর থেকে ত্রৈমাসিক লভ্যাংশ কিংবা মূল টাকা কোনোটাই ফেরত পাচ্ছেন না। গ্রাহকদের অধিকাংশ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী। এই লভ্যাংশ দিয়েই তাদের সংসারের ব্যয় নির্বাহ হয়ে থাকে। কাজেই লভ্যাংশ না পেয়ে খেয়ে না খেয়ে তারা দুর্বিসহ জীবন যাপন করছেন।

এ বিষয়ে বর্তমান সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, সঞ্চয় বিভাগের ঊর্ধ্বতন কর্ত্তৃপক্ষের নির্দেশে এই ১১১ জনের হিসাব আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু করা যাচ্ছে না বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট