X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সঞ্চয় বিভাগের কর্মীদের বিরুদ্ধে গ্রাহকের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২২:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:১৪

নওগাঁ নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরেুদ্ধে আমানতকারীদের পাঁচ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে ১১১ জন নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছরের বেশি সময় ধরে তারা ত্রৈমাসিক লভ্যাংশ এবং মূল টাকা কোনোটিই উত্তোলন করতে পারছেন না। এতে বৃদ্ধ আমানতকারীরা দিশেহারা হয়ে পড়েছেন। দিনের পর দিন জাতীয় সঞ্চয় অফিসে ঘুরেও তারা কোনও সুরাহ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

জাতীয় সঞ্চয় ব্যুরো/অফিস নওগাঁর এসব গ্রাহক কেউ সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন আবার কেউ সরাসরি সঞ্চয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে টাকা জমা দিয়ে সঞ্চয়পত্রের বই সংগ্রহ করেছেন। তাদের কেউ কেউ কমপক্ষে ত্রৈমাসিক লভ্যাংশ তিন বার, আবার কেউ কেউ ১০ বার টাকা তুলেছেন। এর পর এদের মধ্যে ৬২ জন গ্রাহক জানতে পারেন তাদের টাকা জমা দেওয়ার রশিদ ভুয়া। আবার ৪৯ জন গ্রাহককে জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ব্যাংকে সরকারি কোষাগারে তাদের টাকা জমাই দেওয়া হয়নি।

বিষয়টি জানাজানি হলে রাজশাহী বিভাগীয় দুদক অফিস থেকে তদন্ত শেষে একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই অফিসের সহকারী পরিচালক, অফিস সহকারী, অফিস সহায়কসহ চার জনকে গ্রেফতারও করে দুদক। বর্তমানে তারা সবাই জামিনে মুক্ত রয়েছেন।

আমানতকারীদের মধ্যে ড. আবু সালেহ মো. মুসা এবং মো. মোস্তাইন বিল্লাহ বলেন, তারা ১১১ জন গ্রাহক গত ২০১৯ সালে জুন মাসের পর থেকে ত্রৈমাসিক লভ্যাংশ কিংবা মূল টাকা কোনোটাই ফেরত পাচ্ছেন না। গ্রাহকদের অধিকাংশ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী। এই লভ্যাংশ দিয়েই তাদের সংসারের ব্যয় নির্বাহ হয়ে থাকে। কাজেই লভ্যাংশ না পেয়ে খেয়ে না খেয়ে তারা দুর্বিসহ জীবন যাপন করছেন।

এ বিষয়ে বর্তমান সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, সঞ্চয় বিভাগের ঊর্ধ্বতন কর্ত্তৃপক্ষের নির্দেশে এই ১১১ জনের হিসাব আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু করা যাচ্ছে না বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল