X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিরলে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দিনাজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৮:৪২




দিনাজপুর দিনাজপুরের বিরলে জমি-জমার বিরোধের জেরে ধান কাটার সময় ভাতিজার দেশীয় অস্ত্রের কোপে আপন চাচা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিরল উপজেলার বল্লভপুর (মাঝাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল কাদের (৭০)। তিনি ওই এলাকার মৃত. আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, গত প্রায় ৫-৬ বছর ধরে ওই গ্রামের মৃত আব্দুল আজিজের পাঁচ ছেলের মধ্যে বাড়ির পাশের ২৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে ইতোমধ্যে আদালতে মামলা চলছে। উক্ত বিরোধপূর্ণ জমিতে ৫ ভাগে ৫ ভাই ও তাদের সন্তানেরা চলতি মৌসুমে ধান আবাদ করেন। শুক্রবার দুপুরে এক ভাই আবুল হোসেন বাবুর রোপিত ধান ক্ষেত অপর আরেক ভাই রোস্তম আলী তার স্ত্রী সন্তানসহ ভাড়াটে লোকজন নিয়ে জোড়পূর্বক কাটতে যায়।

এ সময় আব্দুল কাদের ও আবুল হোসেন বাধা দিতে গেলে রোস্তম আলীর সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও মারপিট শুরু হয়। মারপিটের এক পর্যায়ে রোস্তম আলীর ছেলে নাঈম ইসলাম (৩৫) ধারালো দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কোপ দিলে আব্দুল কাদের রক্তাক্ত জখম হন। এসময় আহতর চিৎকারে পরিবারের অন্য লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে এলে নাঈম ইসলাম ও তার পিতা রোস্তম আলীসহ অন্যরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আব্দুল কাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতর ভাই আবুল হোসেন বাবু জানান, ধান কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভাই ভাইয়ে তর্ক-বিতর্কের মাঝে উত্তেজিত হয়ে ভাতিজা কোপ দেয়। এতে রক্তাক্ত জখম অবস্থায় ভাই আব্দুল কাদেরকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে ও ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ