X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হালদা থেকে পানি উত্তোলন করলে সমস্যা হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৭:০৫

হালদা থেকে পানি উত্তোলন করলে সমস্যা হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে সরবরাহের জন্য হালদা থেকে পানি উত্তোলন করা হলে নদীর কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, 'প্রস্তাবিত মোহরা ফেজ-২ প্রকল্পের জন্য যে সীমিত পরিমাণ পানি উত্তোলন করা হবে, তাতে জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়বে বলে যে পরিবেশবিদরা দাবি করেছেন, সেটি সমীক্ষায় প্রতীয়মান হয়নি। প্রকল্পটির মাধ্যমে হালদা নদী থেকে যে পরিমাণ পানি উত্তোলন করা হবে, এতে নদীর কোনও সমস্যা হবে না। এনিয়ে অনেকে গবেষণা করেছেন। মৎস্য প্রজনন এবং জীববৈচিত্র্যের পরিবেশ অক্ষুণ্ন রেখেই পানি উত্তোলন করা হবে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে, এমন কাজ করা হবে না।'

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা শিরোনামে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

এসময় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, 'বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে সরকার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলেও সুপেয় পানির সমস্যা রয়ে গেছে। সুপেয় পানির ব্যবস্থা করতে হালদা থেকে পানি উত্তোলনের চিন্তা-ভাবনা করছে সরকার। পাশাপাশি মুহুরী নদী থেকেও পানি নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।'

তিনি আরও বলেন, 'এই অর্থনৈতিক অঞ্চল হবে এশিয়ার সেরা একটি ইকোনোমিক জোন। অনেক দেশ এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই জোনে পানি সরবরাহ যাতে বিঘ্নিত না হয়, তার জন্য পানির সব উৎসগুলো যাচাই করা হবে।'

চট্টগ্রাম দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, 'মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরির প্রস্তাব নেওয়া যেতে পারে। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি অত্যন্ত আন্তরিক বলেই এখানে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রয়োজনে জনগুরুত্ব সম্পন্ন আরও প্রকল্প নেওয়া যাবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বহুলাংশে বৃদ্ধি পাবে। তবে স্বচ্ছতার সঙ্গে সব প্রকল্পের কাজ শেষ করতে হবে।'

তিনি আরও বলেন, 'চট্টগ্রামের উন্নয়নে যে সব প্রকল্প নেওয়া হয়েছে। সামনে আরও যেসব প্রকল্প নেওয়া হবে, সেগুলো অবশ্যই সমন্বয় করে নিতে হবে। সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামের উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। আমাদের চসিক প্রশাসক বেশ কিছু ভালো কাজ করেছেন, যা আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের উন্নয়ন করা সম্ভব।'

সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালউদ্দিন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন) জাফর আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
২২ বছর পর প্রিমিয়ার লিগে ইপসউইচ
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
৩২ ঘণ্টা পর লাইন ক্লিয়ার, ট্রেন চালুর অপেক্ষা
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
কায়রোতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা জোরদার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ