X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০১:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৩:০৩




প্রধানমন্ত্রীর উপহার সাতক্ষীরার কলারোয়ায় দেড় যুগ আগে ধর্ষণের শিকার হওয়া বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর খোঁজ নিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। শনিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে যান তিনি। সেসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধর্ষণের শিকার ওই নারীর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। ঘোষণা দেন পাশে থাকার, ধর্ষণের সেই মামলার সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু করারও আশ্বাস দেন তিনি। এসময় নির্যাতনের শিকার নারী, স্বামী ও তার পুত্রসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

২০০২ সালে ২৮ আগস্ট সোমবার রাত ২টার দিকে ধর্ষণের শিকার হন ওই নারী। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে ভর্তি হন সাতক্ষীরা সদর হাসপাতালে। দেশব্যাপী সমালোচিত ওই ঘটনায় ধর্ষণের শিকার নারীকে দেখতে ও খোঁজ নিতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা আসেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঢাকা ফেরার পথে সেদিন কলারোয়া তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খোঁজখবর ও শুভেচ্ছা উপহার দিতে এসেছি’ উল্লেখ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, ‘২০০২ সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উনাকে দেখতে এসেছিলেন। তখন বিএনপি এবং এখানকার সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রান্ত হন তিনি। তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। এখানকার জনগণই তাকে বাঁচিয়েছিলেন। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে বাঁচিয়েছিলেন। সেজন্য আজকে আমরা আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি।’

ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। তিনি নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীর খোঁজ নিতে বলেছেন। পাশাপাশি সে কী অবস্থায় আছে, তার মামলা কী অবস্থায় আছে এই সব কিছুর খোঁজ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

দেড় যুগ আগে ঘটে যাওয়া ধর্ষণ মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে আমরা খবর পেয়েছি এটা হাইকোর্টে পেন্ডিং আছে এবং হাইকোর্টে আমরা যাওয়ার পরে মামলাটি তুলে যাতে ধর্ষকদের কঠোর বিচার হয় সেই চেষ্টা চালাবো। আর আপনারা জানেন যে, তৎকালীন বিএনপি সরকারের ইন্ধনে এই মামলটি নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই মামলটি যাতে সঠিক পথে আবার চালু হয় সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোহাম্মাদ হোসেন, সাতক্ষীরা জর্জ কোটের পিপি আব্দুল লতিফ প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল