X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন হলে চার দেশের সঙ্গে ব্যবসার দুয়ার খুলবে’

পঞ্চগড় প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২২:১২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১৭

পঞ্চগড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেল যোগাযোগের সক্ষমতাকে কাজে লাগিয়ে রেল ব্যবস্থাকে ঢেলে সাজাতে সারা দেশে পরিকল্পিতভাবে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধন করে চলেছে সরকার।

তিনি আজ বুধবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চতুর্দেশীয় ব্যবসা-বাণিজ্যের সুবিধা সম্বলিত বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হলে ভারত নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বহুমাত্রিক সফলতা অর্জন সম্ভব হবে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ও ভারতের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৮টি পয়েন্টে রেল যোগাযোগ বন্ধ ছিল ইতোমধ্যে এর ৫টি চালু করা হয়েছে। অচিরেই বাকি তিনটি চালু করা হবে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হলে চার দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের দুয়ার খুলে যাবে। আগামী বছরেই রেলপথ নির্মাণ শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেল বিভাগের প্রজেক্ট ডিরেক্টর মো. আবু জাফর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সভায় সরকারি কর্মকর্তা, রেলবিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমীক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় সমীক্ষা কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে সরকারের অংশীজনদের (স্টেক হোল্ডার) দেখানো হয়।

মতবিনিময় সভায় রেললাইন নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মো. আবু জাফর মিয়া জানান, রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সমীক্ষা ও নকশা সম্পন্ন হয়েছে। ৪৭ দশমিক ০৪ কিলোমিটার নতুন রেললাইন, ৫টি স্টেশন, ৪টি ব্রিজ, ১৪টি কালভার্ট নির্মাণ করা হবে। এজন্য ৮৬০ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। যার প্রক্রিয়া চলমান রয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন রেললাইন ও রেল স্টেশন নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭শ’কোটি টাকা।

মতবিনিময় সভায় আরও জানানো হয়, নতুন রেল স্টেশনগুলো হচ্ছে জগদল, ভজনপুর, তেঁতুলিয়া, তীরনইহাট ও বাংলাবান্ধা। এসব স্টেশনে স্টাফ কোয়ার্টার, রেস্ট হাউজ, কাস্টমস, ব্যাংক সুবিধা,  রেলওয়ে পুলিশ, শপিং মল, রেস্টুরেন্টও নির্মাণ করা হবে।

পরে মন্ত্রী পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রস্তাবিত রেল লাইন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
দুবাইতে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ফাহাদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
এক ঝড়ে বঙ্গোপসাগরে একসঙ্গে ডুবলো ২০ ট্রলার
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ