X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দ্বীপচরের শিশুদের মাঝে জেলা প্রশাসকের বই বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ২১:২৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২১:২৩

নতুন বছরের আনন্দ ভাগাভাগির জন্য কেক কেটে শিশুদের সঙ্গে সময় কাটান জেলা প্রশাসক ব্রহ্মপুত্র আর গঙ্গাধর নদী দিয়ে জেলা শহর তথা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপচর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন নারায়ণপুর। আধুনিকতার ছোঁয়া যেখানে অনেকটাই অমাবশ্যার চাঁদের মতো। নৌপথে নৌকা কিংবা জলযান ছাড়া সেখানকার যোগাযোগ ব্যবস্থার বিকল্প এখনও কল্পনাতীত। প্রত্যন্ত ওই অঞ্চলের শিশু শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে নতুন বই নিয়ে সেখানে ছুটে গেলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১ জানুয়ারি) নারায়ণপুর ইউনিয়নের কুলামোয়া মাঝিয়ালীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চরাঞ্চলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।

শুধু নতুন বই নয়, প্রত্যন্ত ওই চরের অবহেলিত শিশুদের মাঝে নতুন বছরের আনন্দ ভাগাভাগির জন্য কেক কেটে শিশুদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন জেলা প্রশাসক। এ সময়  শিশুদের মাঝে খাদ্য ও শীতের পোশাকও বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘এ বছর বই উৎসব নেই। তবুও প্রত্যন্ত চরের শিশুদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দেওয়ার উদ্দেশ্যে বিচ্ছিন্ন ওই দ্বীপ চরে যাওয়া। শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পেরে অনেক ভালো লেগেছে। জেলা প্রশাসক হিসেবে সরকারে উন্নয়ন পরিকল্পনার বার্তা সবার মাঝে পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য।’

নদ-নদী দ্বারা জেলা শহর থেকে বিচ্ছিন্ন সীমান্তবর্তী ইউনিয়ন নারায়ণপুরে শিশুদের শিক্ষার প্রসারে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতির ব্যবস্থা করার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘একটি ইউনিয়নের মানুষের মধ্যে এলাকায় পাকা সড়কে হাঁটার আকাঙ্ক্ষা থাকে। ওই ইউনিয়নে পাকা সড়ক নির্মাণসহ এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে।’

চর নারায়ণপুরে শিশুদের মাঝে বই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাসুম ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান প্রমুখ। পরে ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এদিকে সারাদেশের মতো শুক্রবার থেকে কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। সকাল ১০টা থেকে জেলার এক হাজার ৮৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজের ভোট বর্জন
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?