X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
হাইকোর্টের রুল

রাবিতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের নির্দেশনা কেন দেওয়া হবে না

রাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২৩:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২৩:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন করার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দীর্ঘ দুই যুগ ধরে নির্বাচন না করার ব্যর্থতাকে কেন বিধি বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল ইসলাম মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব হাসান মুন্নাসহ সাবেক চার শিক্ষার্থী রিট করেন। রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী আমিনুল হক হেলাল। আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী নাজিম মৃধা। তিনি বলেন, ‘দীর্ঘদিন নির্বাচন না হওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মহামান্য আদালত অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকা হালনাগাদের জন্য রাবি উপাচার্য ও রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।’

রিটকারী অপর তিন শিক্ষার্থী হলেন–  সাবেক সিনেট সদস্য আইয়ুব আলী ও সাদাকাত হোসেন খান বুলবুল এবং সাবেক ছাত্র মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

রাগিব হাসান মুন্না বলেন, ‘আমরা ২০১৯ সালের নভেম্বরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের তালিকা হালনাগাদ ও নির্বাচনের দাবি জানিয়ে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। কিন্তু কোনও পদক্ষেপ দেখতে পাইনি। পরে আমরা আইনি নোর্টিশ পাঠিয়েছি। সেক্ষেত্রেও কোনও প্রতিকার না পেয়ে আমরা হাইকোর্টে রিট করি। রিট শুনানি শেষে আদালত আজ এ রুল জারি করেন।’

জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘আমরা এখানও কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন হয়েছিল ১৯৯৪ সালে। যার মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালে। এরপর প্রায় দুই যুগ নির্বাচন হয়নি।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত