X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সৈয়দপুরের সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নীলফামারী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২

আগামী রবিবার (২৮ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ৪১টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পাঁচ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন নির্বাচন কমিশন। ভোটের দুই দিন আগে থেকে আরও ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, পৌরসভায় মোট ভোটার ৯৩ হাজার ৮৯৩ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৭৬৩ জন এবং নারী ভোটার ৪৭ হাজার ১৩০ জন। পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৪১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলোতে প্রিজাইডিং অফিসারসহ মোট ৮৩৩ জন দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ভোট গ্রহণের সব প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) পদ্ধতি ভোটারদের হাতে কলমে শেখানো হবে। নিয়োজিত ম্যাজিস্ট্রেররা পৌর এলাকায় নির্বাচনি আচরবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে ব্যবস্থা নেবেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ-জাতীয় পার্টির কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

এদিকে, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান (নৌকা), বিএনপির মো. রশিদুল হক সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন)। তারা বিরতিহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিচুড়ির সঙ্গে খেতে পারেন গরুর মাংসের এই আচার, রেসিপি জেনে নিন
খিচুড়ির সঙ্গে খেতে পারেন গরুর মাংসের এই আচার, রেসিপি জেনে নিন
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
আদালতে সাবেক এমপি দুর্জয়কে ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর
আদালতে সাবেক এমপি দুর্জয়কে ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’