X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেঘনার গুনগুনিয়া চরে নোঙর করে রাখা হয়েছে ফেরি কলমিলতা

ভোলা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ২১:৪৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১:৪৯

মেঘনায় ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের ‘কলমিলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি বড় মালবাহী ট্রাক, চারটি মালবাহী কাভার্ড ভ্যান, একটি মালবাহী পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষাণিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসির ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙর করা আছে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনা নদীর মাঝামাঝি আসার পর হঠাৎ একটি ট্রাক থেকে আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পেছনের দিকে নিরাপদে অবস্থান নেন। একপর্যায়ে মাছ ধরার একটি ট্রলার এগিয়ে এলে তাতে কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসেন। এদিকে আগুনে ফেরিতে থাকা তিনটি বড় মালবাহী ট্রাক, চারটি মালবাহী কাভার্ড ভ্যান, একটি মালবাহী পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এ সময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল। দুই-তিনটি ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে।

ফেরির স্টাফ আলম সিকদার জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পরই আগুন লাগে। ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস