X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ২২:১০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:১০

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে আন্দিরপাড় এলাকায় দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা জুয়েল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই যুবকের একটি হাত বিচ্ছিন্ন করা হয়। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার শাইরাগার্ডেন রিসোর্টের প্রবেশপথের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল বন্দরের আন্দিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বুধবার রাতে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার ও ড্রেজারের পাইপ লাইন স্থাপন নিয়ে মদনপুরের আন্দিরপাড় এলাকার আলীম বাহিনীর সঙ্গে একই এলাকার নিহত জুয়েলের বাবা আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আলীমকে কিছুদিন আগে নিহত জুয়েলের বড় ভাই সোহেল মারধর করে। পরে এ ঘটনাটি সালিশ বৈঠকের মাধ্যমে সামাজিকভাবে মীমাংসা হয়। কিন্তু বিরোধ নিষ্পত্তির পর বুধবার রাতে শাইরা গার্ডেনে জুয়েলকে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায় আলীম। রাতে ডিনার পার্টিতে যাওয়ার সময় ছুরি, চাপাতি নিয়ে আলীম ও সেলিমসহ ৮-১০ জন সন্ত্রাসী জুয়েলের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে দেহ থেকে একটি হাত বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে আলীম বাহিনী।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের এক হাত বিচ্ছিন্ন করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। নিহত জুয়েলের লাশ দাফনের পর স্বজনরা থানায় এসে মামলা দায়ের করবেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি