X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

পাবনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৯:৩৫

পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজারে সড়কের পাশের কয়েকটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের নির্দেশে গাছগুলো কাটা হয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান গাছ কাটার বিষয়টি স্বীকার করেন।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের চাটমোহর-ছাইকোলা সড়কের ধানকুনিয়া বাজারে রাস্তার পাশে গঙ্গা হালদার ও শ্যামল হালদার নামে দুই জন শ্রমিক গাছ কাটছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে পাঁচটি বড় লাটিম ও পিপুলটি গাছ কেটে ফেলেন তারা। সরকারি এ গাছ কাটার দৃশ্য নীরব দর্শকের মতো চেয়ে দেখছিলেন স্থানীয়রা।

অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার কারণ জানতে চাইলে দুই শ্রমিক জানান, দিন হাজিরার ভিত্তিতে ‘খোকন চেয়ারম্যানের নির্দেশে’ গাছগুলো কেটেছেন। পরে সাংবাদিক পরিচয় পেয়ে তারা (শ্রমিক) গাছগুলো রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ‘নিয়মনীতি না মেনেই একজন চেয়ারম্যান হয়ে সরকারি গাছ কীভাবে কাটেন? তবে প্রতিবাদ কে করতে যাবে? যে প্রতিবাদ করবে তার নানা সমস্যা হবে। তাই নীরবে চেয়ে দেখা ছাড়া উপায় কী?’

গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, ‘রাস্তায় লাটিম গাছগুলো এমনি হয়েছিল। সেগুলো অনেক ছোট। গাছের পেছনেই আমার একটা নিচু জায়গা আছে। সেখানে মাটি ভরাট করা সমস্যা হচ্ছিল। সেজন্য কাটা হয়েছে। আর সেগুলো তো আমি নেবো না, এতিমখানায় দেব।’ অনুমতি ছাড়া কীভাবে কাটলেন? জানতে চাইলে তিনি বলেন, ‘গাছ কাটার অনুমতি দেয়? আপনি বোঝেন তো সব।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, ‘গাছ কাটার বিষয়টি শুনেছি। সরকারি গাছ কাটার সুযোগ নেই। সরকারি গাছ কেউ কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
জলমহালের প্রকৃত অধিকার মৎস্যজীবীদের: ফরিদা আখতার
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাত আড়াইটায় সংবর্ধনা দেওয়া হবে আফঈদাদের
রাজশাহীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' শুরু
রাজশাহীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' শুরু
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫