X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

১৪ মাস পর হিলি ইমিগ্রেশন চালু

হিলি প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৫:৩৬আপডেট : ১৬ মে ২০২১, ১৫:৩৬

ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ১৪ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়েছে। এখানে ভারত থেকে ফেরা যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রবিবার (১৬ মে) সকাল ৯টা থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত কোনও যাত্রী দেশে প্রবেশ করেননি। এই পথ দিয়ে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় যাত্রীরাও নিজ দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

রবিবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে বলে ভারতীয় ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। ভারতে যেসব বাংলাদেশি আটকে রয়েছে তাদের হাইকমিশন থেকে নতুন করে এনওসি নিয়ে আসতে হবে। এর উপর লকডাউনের কারণে কোনও যানবাহন চলাচল না করার কারণে তাদের আসতে দু-একদিন সময় লাগবে। এজন্য আজ বা আগামীকাল কোনও লোক পারাপার হওয়ার সম্ভাবনা নেই।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনার কারণে গত বছরের মার্চ মাস থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিল। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভার সিন্ধান্ত অনুযায়ী আজ থেকে এর কার্যক্রম চালু হয়েছে। তবে ভারত থেকে দেশে ফেরা প্রত্যেক যাত্রীকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মেডিক্যাল চেকআপের মাধ্যমে দেশে প্রবেশ করতে দেওয়া হবে। কেউ গুরুতর অসুস্থ থাকলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার জন্য স্থানীয় এমএম আবাসিক ও নুরজাহান লজ নামের দুটি আবাসিক হোটেল নির্ধারণ করা রয়েছে। আশা করছি, ভারত থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কোনও সমস্যা হবে না, তারপরেও আমরা নিয়মিত মনিটরিং অব্যাহত রাখবো।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য পাইনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে করে ভারতে প্রায় এক হাজার বা তার অধিক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটকে আছেন। আজ হিলিসহ দেশের তিনটি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরার কথা রয়েছে। নির্দেশনা অনুযায়ী আমরা তাদের গ্রহণের ব্যবস্থা নেবো।’

সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, ‘আজ থেকে ভারতে লকডাউন শুরু হলেও আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা চাইলে এনওসি ও পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দেশে ফিরতে পারবেন।’

/এমএএ/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২
সাংবাদিক এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
সাংবাদিক এহসান মাহমুদের প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করতে প্রধান বিচারপতির কাছে আইনজীবীর আবেদন
ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন না করতে প্রধান বিচারপতির কাছে আইনজীবীর আবেদন
এবার মানুষের ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিক কণার উপস্থিতির দাবি বিজ্ঞানীদের
এবার মানুষের ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিক কণার উপস্থিতির দাবি বিজ্ঞানীদের
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত