X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নিষেধাজ্ঞা অমান্য করা দূরপাল্লার বাসের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান

গাজীপুর প্রতিনিধি
১৭ মে ২০২১, ২১:৩৬আপডেট : ১৭ মে ২০২১, ২১:৩৬

সরকারি নির্দেশনা না মেনে দূরপাল্লার যেসব বাস চলাচলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গাজীপুরে ৯৭টি বাসের চালক-মালিকের বিরুদ্ধে মামলা এবং ১০টি গাড়ি ডাম্পিং করেছে পুলিশ। রবিবার (১৬ মে) বিকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কোনাবাড়ি, মৌচাক, সফিপুর এবং শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে এসব গাড়ি আটক করে মামলা দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

কিছু বাস মালিক ও চালক সরকারি নির্দেশ অমান্য করে ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন দূরপাল্লার যানবাহন চালিয়েছেন বলে স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সার্জেন্ট। তিনি বলেন, ‘আমরাও কিছুটা নমনীয় ছিলাম। এখন দেখছি, পুলিশের নমনীয়তাকে পরিবহন মালিক ও চালকেরা দুর্বলতা ভেবেছে। সেজন্য কঠোরভাবে মাঠে নেমেছে প্রশাসন।’

গাজীপুর মহানগরের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কালিয়াকৈর, চন্দ্রা, কোনাবাড়ি, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ৪৬টি বাস চালক-মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে ৪৫টি বাস চালক-মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১০টি গাড়ি ডাম্পিং করা হয়। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রবিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় দূরপাল্লার যাত্রী নিয়ে চলাচলের চেষ্টা করলে ছয়টি বাসের চালকের বিরুদ্ধে মামলা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক (উত্তর) মেহেদী হাসান জানান, সরকারি নির্দেশনা না মেনে দূরপাল্লার যেসব বাস চলাচলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া কমানোর দাবি
অনিয়ম দূর না করে ফিটনেসবিহীন বাস অপসারণ সম্ভব?
গণপরিবহনে যৌন হয়রানি দেখলে চুপ না থেকে প্রতিবাদ করুন: বিশেষ সহকারী মইনউদ্দীন
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড