X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৪০ হাজার মানুষের চলাচলে ভাসমান সেতু

টেকনাফ প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৭:০০আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:০০

কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে খালের উপর নির্মিত হয়েছে একটি ভাসমান সেতু। এতে ১৩ গ্রামের ৪০ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমেছে। গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিতে টেকনাফের নাফ নদী ও উপকূল সড়ক দিয়ে শাহপরীর দ্বীপে তাদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এসব মানুষদের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে এ ভাসমান সেতু নির্মাণে উদ্যোগ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন।

এর আগে ২০১২ সালে জুলাই মাসে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে শাহপরীর দ্বীপ সড়কের পাঁচ কিলোমিটার অংশ জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ।

সরেজমিন দেখা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ সড়কে ভরাখাল নামক এলাকায় বাঁশ ও ড্রাম দিয়ে একটি ভাসমান সেতু দিয়ে লোকজন পারাপার হচ্ছে। এর আগে এখানে নৌকা দিয়ে চলাচল করতো দ্বীপবাসী। তাদের কষ্টের কথা চিন্তা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেনের নিজস্ব অর্থায়নে ১৩০ ফুট দৈর্ঘ্যের ও ৪ ফুট প্রস্থ এ ভাসমান সেতুটি নির্মাণে খরচ হয়েছে দুই লাখ টাকা।

দ্বীপের বাসিন্দা কেফায়েত উল্লাহ বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে সড়ক তলিয়ে যাওয়ায় দীর্ঘ আট বছর ধরে দুর্ভোগে ছিল দ্বীপের ৪০ হাজার মানুষ। এতদিন নাফ নদী ও উপকূল সড়ক দিয়ে কোনও রকমে চলাচল করা হচ্ছিল। কিন্তু ভারি বৃষ্টিতে সেসব পথ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপবাসীদের ভোগান্তি সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ও অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মাণে প্রতিদিন এ সেতু দিয়ে শত শত মানুষ যাতায়াত করছে। এতে মানুষের কষ্ট কমেছে কিছুটা। তবে আমরা চাই, পুরো সড়কটি যেন দ্রুত নির্মাণ করা হয়, যাতে দ্বীপবাসী টেকনাফ-শাহপরীর দ্বীপে সরাসরি যাতায়াত করতে পারে।’  

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘ভাসমান সেতুর কারণে ১৩ গ্রামের মানুষ উপকৃত হয়েছে। এতে মানুষের কষ্ট কমেছে।’

এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান, ‘দ্বীপের ৪০ হাজার মানুষের কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু দিয়ে এখন প্রতিদিন সহস্রাধিক লোক চলাচল করছে। অন্তত বর্ষার দিনে মানুষ চলাচল করতে পারবে। তবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে টেকনাফ-শাহপরীর দ্বীপের সড়কটি আগামী বছর জুনে শেষ হওয়ার কথা রয়েছে।’

 

   

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি হুদা
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি হুদা
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি