X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

নীলফামারী প্রতিনিধি
২৮ জুন ২০২১, ২১:১৩আপডেট : ২৮ জুন ২০২১, ২১:১৩

উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া গ্রামে তিস্তা নদীর তীরে গ্রামরক্ষা বেড়িবাঁধটি ভাঙনের কবলে পড়ায় গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে যেকোনও মুহূর্তে সেখানকার প্রায় পাঁচ শতাধিক পরিবার, হাজার একর আবাদি জমি পানিবন্দি হওয়াসহ বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। দ্রুত বাঁধটি সংস্কার ও ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার (২৮ জুন) সরেজমিন দেখা যায়, বাঁধটির বড় একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিকভাবে বেড়িবাঁধটিতে ভাঙন শুরু হয়। দু-একদিন পর পানি কিছুটা কমতে থাকায় বাঁধে ভাঙনের তীব্রতা আরও বাড়তে থাকে। প্রতিদিন নতুন করে দেখা দিচ্ছে ভাঙন। দ্রুত বেড়িবাঁধটি পুনর্নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ওই এলাকার অধিবাসী জামাল উদ্দিন (৭৫) ও আব্দুল্লাহ (৪৫) বলেন, ‘ভাঙনের প্রায় এক সপ্তাহ পার হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ তো দূরের কথা, সংশ্লিষ্টরা একনজর বাঁধটি দেখতেও আসেননি। বর্তমানে বাঁধটি বিভিন্ন স্থানে ভাঙার পাশাপাশি একটি স্থানে ১০০ মিটার নদীতে বিলীন হয়ে যাওয়ায় দিন-রাত আতঙ্কে আছি।’ ওই এলাকার সুফিয়া বেগম (৪০) বলেন, ‘আমরা সরকারের কাছে ত্রাণ চাই না, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ চাই।’

খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, ‘বাঁধটি কর্তৃপক্ষ মেরামত ও পুনর্নির্মাণের ব্যবস্থা না করলে ক্ষতির পরিমাণ ভয়াবহ রূপ নিতে পারে। এলাকাবাসী ভাঙনরোধে আপাতত বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করলেও দ্রুত স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

এ ব্যাপারে ডালিয়া ডিভিশনের (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি জানার পর গত রবিবার সেখানে আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে। পর্যবেক্ষণ রিপোর্ট অনুসারে বাঁধ রক্ষায় প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, ‘বিষয়টি জেনে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাতে বলেছি। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
অসময়ে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়, দুশ্চিন্তায় স্থানীয়রা
নদ থেকে অবৈধভাবে তোলা বালুতে পৌরসভার চত্বর তৈরি করছেন প্যানেল মেয়র
অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ