X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বরিশাল জেনারেল হাসপাতাল ফিরে যাচ্ছে সাধারণ রোগীদের সেবায়

বরিশাল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ২০:০১আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:০১

করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতাল আবার ফিরে যাচ্ছে সাধারণ রোগীদের সেবায়। এখন থেকে এই অঞ্চলের সাধারণ রোগীদের আর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হবে না। বুধবার থেকেই এ সেবা চালু হবে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন।

তবে সাধারণ রোগীদের সেবায় ফিরে গেলেও ২০ জন করোনায় আক্রান্ত রোগী একই সঙ্গে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা থাকছে জেনারেল হাসপাতালে। গত ৪ আগস্ট হাসপাতালটিকে শুধু করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনার রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাওয়ায়  জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালের অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। এজন্য সাধারণ রোগীদের চিকিৎসা জন্য যেতে হতো শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর প্রায় এক মাস পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেতে থাকে। বর্তমানে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে মাত্র তিন জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ৩শ’ বেডের করোনা ওয়ার্ডেও রোগীর চাপ কমেছে। বর্তমানে সেখানে ২শ’র বেশি বেড খালি পড়ে আছে। এ কারণে জেনারেল হাসপাতাল আবারও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা শুরু করতে যাচ্ছে। ভর্তি থেকে শুরু করে আউটডোর, সব ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি চলবে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবাও।

এ ব্যাপারে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে পারছিল না শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ কারণে জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে ১০০ শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ হ্রাস পাওয়ায় মাত্র ২০ বেডের করোনা ওয়ার্ড চালু রেখে সাধারণ রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা