X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

বেনাপোলে শত শত রফতানি পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে

বেনাপোল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩

ভারতের পেট্রাপোল বন্দরে স্থান সংকট দেখা দেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রফতানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এজন্য বেনাপোল বন্দরে শত শত রফতানিপণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রফতানি পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বেনাপোল বন্দরে রফতানি পণ্যের ট্রাক রাখার কোনও টার্মিনাল না নেই। ফলে বন্দরের হাইওয়ে সড়ক এবং বাইপাস সড়কসহ সব সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মানুষ চলাচলের রাস্তা পর্যন্ত নেই।

ভারতগামী পাসপোর্ট যাত্রী সুভাষচন্দ্র বলেন, ‘বেনাপোল বাজার থেকে চেকপোস্ট মাত্র পাঁচ মিনিটের রাস্তা। অথচ এই রাস্তার যানজট পেরিয়ে আসতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।’

স্থানীয় রাশেদ আলী বলেন, ‘দীর্ঘ দেড় বছর পর আগামীকাল শিক্ষার্থীদের স্কুল খুলছে। রাস্তায় যানজটের যে ভয়াবহ অবস্থা তাতে বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যেতে পারবে না।’

ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে ইচ্ছে করেই স্থান সংকট সৃষ্টি করা হয়েছে। ভারত প্রতিদিন বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করলেও বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত চার দিনে রফতানি পণ্য নিয়ে অন্তত ৯০০টি ট্রাক বেনাপোল বন্দরে অপেক্ষা করছে। ভারত প্রতিদিন মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য গ্রহণ করছে। অপরদিকে ভারত প্রতিদিন এই বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে সয়াবিন স্ট্রাকশন, চাউলের ভূষি রফতানি হচ্ছে ভারতে। ফলে প্রতিদিন এসব পণ্য বোঝাই প্রায় ৩০০টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে আসছে। কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য। এই কারণেই এত ট্রাক বেনাপোলে আটকে থাকছে।’

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘আজ শনিবার ভারতে রফতানির অপেক্ষায় প্রায় ৯০০ ট্রাক পণ্য রয়েছে বেনাপোল বন্দর এলাকায়। বিষয়টি সমাধানের জন্য আগামী সোমবার দুদেশের কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট নেতৃবৃন্দের সমন্বয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। যত দ্রুত সম্ভব এ ধরনের সমস্যার সমাধান করা হবে।’

তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর কয়েক গুণ বেশি পণ্য রফতানি হচ্ছে ভারতে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর নতুন রেকর্ড গড়ার পথে সেপ্টেম্বর 
ডেঙ্গুর নতুন রেকর্ড গড়ার পথে সেপ্টেম্বর 
নৌকা ডুবে ৭২ জনের মৃত্যু, এক বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন
নৌকা ডুবে ৭২ জনের মৃত্যু, এক বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন
দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরায় গেলো ২৩২০ কেজি ইলিশ
দ্বিতীয় দফায় ভারতের ত্রিপুরায় গেলো ২৩২০ কেজি ইলিশ
গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য হয়েছি: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য হয়েছি: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ: আইনশৃঙ্খলা বাহিনীতে অস্বস্তি, নানা গুঞ্জন
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ: আইনশৃঙ্খলা বাহিনীতে অস্বস্তি, নানা গুঞ্জন
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
আজকের আবহাওয়া: নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
কোন বীজ কেন খাবেন
কোন বীজ কেন খাবেন