X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়

ফেল করেও পাসের দাবিতে অনশন

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ২০:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলে অসন্তুষ্টি প্রকাশ করে অনশন করছেন তিন-চার শ’ শিক্ষার্থী। এ সময় তারা ‘গেটের তালা ভাঙবো, ভিসি স্যারকে আনবো’, ‘দাবি আমাদের একটাই পাস চাই পাস চাই’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’– স্লোগান দিতে থাকেন।

মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অনশন ও বিক্ষোভ করেন।     

বিক্ষাভরত শিক্ষার্থীরা জানান, গত ২০ জুলাই ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হন। অকৃতকার্য শিক্ষার্থীরা ফলাফল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন। ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ওই ফলের এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।

ফেল করেও পাসের দাবিতে অনশন শিক্ষার্থীদের দাবি, সম্মান শ্রেণির অন্যান্য বর্ষের পরীক্ষায় ভালো ফল হলেও চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে তাদের এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে। তাদের এমন ফল হতে পারে না।

শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, ‘এর আগেও গত ১১ ও ১৮ আগস্ট একই দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরা বিক্ষোভ করেছি। ওইদিন ভিসি স্যার আমাদের ফল পুনর্মূল্যায়নের মিথ্যা আশ্বাস দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবো। প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলতে চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে তারা মহাসড়কে যান চলাচলে কোনও বাধা সৃষ্টি করছেন না।

/এমএএ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক ও ১৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের চিঠি ভুয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে