X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:১৭

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। রবিবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম (মোরগ মার্কা) ও শামসুর রহমানের (তালা মার্কা) সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন– তুষার (২৫), খাইরুল ইসলাম (৫০) ও মিন্টু শাহ (৩৫), তোফাজ্জেল হোসেন (৪০) ও বাবলু (৫০)। এরমধ্যে বাবলু সদস্য প্রার্থী আশরাফুল ইসলামের সমর্থক এবং অন্যরা শামসুর রহমানের সমর্থক। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দ্রটিতে দায়িত্বে থাকা পুলিশের এস আই শাহ মো. জলিলুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের বাইরে ওই দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এদিকে, ইউনিয়নের পশ্চিম বলরামপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন, বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে জিয়াউর রহমান (৩০) এবং একই গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রনি (২০)। পুলিশ এ সময় জিয়াউর রহমানের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করে।

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই মাহফুজুল হক বলেন, ‘জিয়াউর রহমান ও রনি কেন্দ্রের বাইরে একটি বাগানে বসে ছিলেন। সন্দেহ হওয়ায় সেখান থেকে তাদের আটক করা হয়। এ সময় জিয়াউর রহমানের পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ছিনতাইকারী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি