X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খামার থেকে ১৫ গরু ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার এবং পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এ সময় উদ্ধার হওয়া গরু ও গ্রেফতার ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন, নুরুজ্জামান, রহমত আলী, কুরবান আলী, মুনসুর আলী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড়া এলাকার মানিক।

পুলিশ সুপার বলেন, ‘গরু ডাকাতির ঘটনার পরপরই গোমস্তাপুর থানা ও ডিবি পুলিশের যৌথ সমন্বয়ে অভিযান শুরু করে পুলিশ। গত ৭২ ঘণ্টায় পুলিশের ব্যাপক অভিযানের পর জেলার বিভিন্ন স্থান থেকে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতির ঘটনায় সাত জন জড়িত ছিল এবং খামার থেকে ডাকাতি হয়েছে মোট সাতটি গরু। বাকি গরু উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

এর আগে ডাকাতির দিন খামারের মালিক গণমাধ্যমে অভিযোগ করেন, তার খামার থেকে ১৫টি গরু ডাকাতি হয়েছে। মামলার এজাহারেও তা উল্লেখ আছে।     

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে ডাকাতির অভিযোগ ওঠে। সে সময় ডাকাতরা পুলিশ পরিচয়ে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে রেখে গরু নিয়ে যায়। এ সময় দুইবার ৯৯৯-এ ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা পাননি খামার মালিক। পরে গোমস্তাপুর থানায় খামার মালিক একটি মামলা দায়ের করেন এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ছয় পুলিশ সদস্যকেও পুলিশ লাইনে ক্লোজড করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা