X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গরুর খামারে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খামার থেকে ১৫ গরু ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার এবং পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। এ সময় উদ্ধার হওয়া গরু ও গ্রেফতার ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জেলার গোমস্তাপুর উপজেলার মিলন হোসেন, নুরুজ্জামান, রহমত আলী, কুরবান আলী, মুনসুর আলী এবং জয়পুরহাট জেলার রাঘবপুর মুন্নাপুকুরপাড়া এলাকার মানিক।

পুলিশ সুপার বলেন, ‘গরু ডাকাতির ঘটনার পরপরই গোমস্তাপুর থানা ও ডিবি পুলিশের যৌথ সমন্বয়ে অভিযান শুরু করে পুলিশ। গত ৭২ ঘণ্টায় পুলিশের ব্যাপক অভিযানের পর জেলার বিভিন্ন স্থান থেকে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতির ঘটনায় সাত জন জড়িত ছিল এবং খামার থেকে ডাকাতি হয়েছে মোট সাতটি গরু। বাকি গরু উদ্ধার ও ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

এর আগে ডাকাতির দিন খামারের মালিক গণমাধ্যমে অভিযোগ করেন, তার খামার থেকে ১৫টি গরু ডাকাতি হয়েছে। মামলার এজাহারেও তা উল্লেখ আছে।     

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার জিনারপুর গড়বাড়ি এলাকার আশরাফুল ইসলামের গরুর খামারে ডাকাতির অভিযোগ ওঠে। সে সময় ডাকাতরা পুলিশ পরিচয়ে তাকে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে রেখে গরু নিয়ে যায়। এ সময় দুইবার ৯৯৯-এ ফোন করেও পুলিশের কোনও সহযোগিতা পাননি খামার মালিক। পরে গোমস্তাপুর থানায় খামার মালিক একটি মামলা দায়ের করেন এবং এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ছয় পুলিশ সদস্যকেও পুলিশ লাইনে ক্লোজড করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!