খুলনায় অস্বাস্থ্যকর পানি বোতলজাত ও বাজারজাতের দায়ে দুজনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৬ এর মেজর রিফাত বিন আজাদ বলেন, ‘মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনার দৌলতপুর থানাধীন পাবলা এলাকার অকসি ড্রিংকিং ওয়াটার এবং বটিয়াঘাটা থানাধীন দক্ষিণ মুহাম্মাদনগর আবাসিক এলাকার মাসাফি ড্রিংকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পানি বোতলজাত এবং বাজারজাত করায় অকসি ড্রিংকিংয়ের মালিক মো. আনোয়ার হোসেনকে ৬০ হাজার টাকা এবং মাসাফি ড্রিংকিংয়ের মালিক ইসমাইল হোসেনকে ৫০ হাজার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’
তিনি আরও জানান, পরে তারা জরিমানার টাকা পরিশোধ করলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা করেন।