X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

২ যুগ পর আবার চালু হচ্ছে সাটিয়াজুরি রেল স্টেশন

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৩

প্রায় দুই যুগ বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের সাটিয়াজুরি রেল স্টেশন। সোমবার (৩ জানুয়ারি) বিকালে বাহুবল উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের এই স্টেশন পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা আনন্দিত।

গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, ‘এ স্টেশনটি চালু করার বিষয়টি স্থানীয়দের প্রাণের দাবি ছিল। সাটিয়াজুরী রেল স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেল স্টেশনটি চালু হওয়ায় বাহুবল উপজেলাবাসী উপকৃত হবেন।’

এ সময় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুলসহ অনেকে।

১৯৯৮ সালে সরকার ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেল স্টেশনটি বন্ধের ঘোষণা দেয়। পরে এলাকার মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও পরের বছরই পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকার শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকায় স্টেশনটিতে থাকা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে শুধু জরাজীর্ণ একটি ভবনই রয়েছে সাটিয়াজুরীতে। এ অবস্থায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-১ সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন পুনরায় চালু করতে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের গত ৭ ফেব্রুয়ারি স্টেশনটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের জন্য নির্দেশ দেন রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী।

 

/এমএএ/
সম্পর্কিত
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
স্টেশন মাস্টার ছাড়াই চলছে রেলওয়ে স্টেশন, স্থানীয়দের অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ