X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
দেশের ১৬৮ বছরের পুরনো গণগ্রন্থাগার

দেড় যুগ ধরে বন্ধ থাকা বরিশাল পাবলিক লাইব্রেরি সচল করতে নেই উদ্যোগ

সালেহ টিটু, বরিশাল
০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৬

গ্রন্থাগারকে বলা হয় ‘জনতার বিশ্ববিদ্যালয়’, যেখান থেকে সাধারণ মানুষ আগ্রহ থাকলে জ্ঞানার্জনের সুযোগ পায়। পাশ্চাত্য দেশগুলোতে যখন গণগ্রন্থাগার ছড়িয়ে পড়ছিল, তখন তৎকালীন ভারতীয় উপমহাদেশে ১৮৩৫ সালে কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। তবে ১৮৫০ সালের ১৪ আগস্ট ‘পাবলিক লাইব্রেরি অ্যাক্ট অব ইংল্যান্ড’ পাস হওয়ার পরের সময়কে বলা হয়ে থাকে ‘পাবলিক লাইব্রেরি মুভমেন্ট’। কারণ এই আইনের ফলে তৎকালীন ভারতবর্ষে প্রতিষ্ঠিত হতে শুরু করে গণগ্রন্থাগার, যার ছোঁয়া লাগে তৎকালীন পূর্ববঙ্গেও। ১৮৫৪ সালে বগুড়া, যশোর, বরিশাল ও রংপুরে গণগ্রন্থাগার প্রতিষ্ঠা ছিল যুগান্তকারী ঘটনা। বাংলা ট্রিবিউনের চার জেলার প্রতিনিধিরা সরেজমিনে ঘুরে দেখেছেন দেশের ১৬৮ বছরের পুরনো ঐতিহাসিক গণগ্রন্থাগারগুলোর বর্তমান অবস্থা। জাতীয় গ্রন্থাগার দিবস (৫ ফেব্রুয়ারি) উপলক্ষে এই বিশেষ আয়োজন।

বরিশাল পাবলিক লাইব্রেরি ১৮৫৪ সালে নগরীর এনএক্স ভবন সংলগ্ন পুরনো ভবনে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে নগরীর বাঁধ রোডে নিজস্ব জমিতে এটি স্থানান্তরিত হয়। ঐতিহাসিক গণগ্রন্থাগারটি ২০০৪ সালে বন্ধ হয়ে যায়। গ্রন্থাগারের আজীবন সদস্য ও সবশেষ কমিটির সদস্য এবং পাবলিক লাইব্রেরির সম্পদ রক্ষা কমিটির সদস্য এনায়েত হোসেন শিবলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও আনুষ্ঠিকতা ছাড়াই এটি বন্ধ হয়ে যায়। একাধিকবার চেষ্ট করেও এটি সচল করা সম্ভব হয়নি।’

খোঁজ নিয়ে জানা যায়, লাইব্রেরিটি বন্ধ হওয়ার আগে সদস্য সংখ্যা ছিল ৫০০ জন এবং আজীবন সদস্য ছিলেন প্রায় ৬০০ জন। লাইব্রেরিটির সদস্য হতে গেলে প্রয়োজন ছিল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি ছবি, ভর্তি ফি ছিল ২০০ টাকা। মাসিক ২০ টাকা করে সদস্য ফি নির্ধারণ ছিল।

লাইব্রেরিতে রয়েছে প্রায় ১৪ হাজার বই। এরমধ্যে দুর্লভ অনেক বই থাকলেও সেসব বিষয়ে সেখানকার দায়িত্বরতরা কিছুই বলতে পারেননি। অনেকের ধারণা, প্রাচীন গ্রন্থগুলো ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, পাবলিক লাইব্রেরির পেছনের বড় একটি অংশ জেলা প্রশাসন দখল করে কালেক্টরেট স্কুলের বহুতল ভবন তুলছে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার (পদাধিকার বলে পাবলিক লাইব্রেরির সভাপতি) জানিয়েছেন, এই কালেক্টর স্কুল পাবলিক লাইব্রেরির জৌলুস বাড়াবে। পাবলিক লাইব্রেরি ভবনের কোনও ক্ষতি হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

গত একদশকে এই লাইব্রেরির উন্নয়ন ও চালুর বিষয়ে কোনও উদ্যোগই দেখা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, ‘বরিশাল পাবলিক লাইব্রেরিকে সংস্কার করে ডিজিটাল লাইব্রেরিতে রূপ দেওয়া হবে। ইন্টারনেটে আসক্ত যুবসমাজকে বই পড়ায় অভ্যস্ত করা হবে।’

ঐতিহাসিক লাইব্রেরিটির জৌলুস রক্ষায় কাজ করছেন মাত্র একজন কেয়ারটেকার শহীদুল ইসলাম। তিনি গত ৩৩ বছর ধরে এই লাইব্রেরিতে কাজ করলেও পান না নিয়মিত সম্মানি। তিনি বলেন, ‘শুরুতে মাসে ৩০ টাকা করে দেওয়া হতো। এখন মাসে জেলা প্রশাসন থেকে ৩ হাজার টাকা দেওয়া হয়, সেটাও ঠিকমতো পাই না।’

** ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি

** রংপুর পাবলিক লাইব্রেরি ভবন পরিত্যক্ত, অধিকাংশ অংশ দখল

** বগুড়ার উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারে লেগেছে আধুনিকতার ছোঁয়া

/এসএএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে