X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

৯৯৯-এ ফোন পেয়ে আটকে রাখা তিন শ্রমিককে উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৪

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে নারায়ণগঞ্জের বন্দরে পিবিএম নামে এক ইটভাটায় আটকে রাখা তিন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) তাদের উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

ওসি বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন শ্রমিককে উদ্ধার করি। পরে সেখান থেকে এক ম্যানেজারকে গ্রেফতার করছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

উদ্ধার তিন শ্রমিক হলেন– সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শহিদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম(২৩), একই এলাকার আরশাদ আলীর ছেলে রুহুল আমিন (৩০) এবং মোমরেজ মিয়ার ছেলে আবু বকর (৪০)।

ভুক্তভোগী শ্রমিকরা বলেন, ‘আমরা বেশ কিছুদিন যাবৎ এই ইটভাটার কাজ করে আসছি। আমাদের মজুরি বাবদ ৪৫ হাজার টাকা পাওনা রয়েছে। কিন্তু পাওনা টাকা নিয়ে টালবাহানা শুরু করে মালিকপক্ষ। পরে বাধ্য হয়ে কর্মক্ষেত্র ত্যাগ করে চলে যেতে চাই। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি মালিকপক্ষের নির্দেশে ম্যানেজার একটি বদ্ধ স্থানে আটকে রেখে জোর করে কাজ আদায় করে। পরে গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে আমরা ‘৯৯৯’-এ কল করলে পুলিশ দ্রুত এসে আমাদের উদ্ধার করে।’

এ ঘটনায় ইটভাটার ৪ মালিক সহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন– প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বন্দরের দাসেরগাঁও এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন হোসেন (৩০), ফনকুল এলাকার মো. হোসেনের ছেলে আনিসুর রহমান (৩০), তাহের আলীর ছেলে মোসলেম উদ্দিন(২৮), হাকিম আলীর ছেলে মো. রাজন (৩৫), ম্যানেজার জসিম উদ্দিন ও মতিউর রহমান।

 

/এমএএ/
সম্পর্কিত
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
এবার পুলিশ সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি