X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৫ এপ্রিল ২০২২, ২২:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:৫৬

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ উঠেছে। গত ২০ বছরে প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে সহকারী প্রধান শিক্ষককে ৬৭ বার শোকজ করেছেন। অনুপস্থিতির অভিযোগ এনে কেটেছেন বেতন। জানা গেছে, প্রধান শিক্ষকের রোষানলে ওই সহকারী প্রধান শিক্ষক স্ট্রোক করে ওপেন হার্ট সার্জারি করে গুরুতর অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন।

সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘১৯৯৬ সালে খেদাছড়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। আর প্রধান শিক্ষক যোগদান করেন ২০০২ সালে। ২০০২ সাল থেকে প্রধান শিক্ষকের অত্যাচার আর সইতে পারছি না। তিনি গত ২০ বছরে আমাকে ৬৭ বার উদ্দেশ্যমূলকভাবে শোকজ নোটিশ করেছেন। আমি সব নোটিশের জবাবও দিয়েছি। সর্বশেষ আমাকে গত ২২ মার্চ ১৪ দিন সময় দিয়ে পাঁচটি বিষয়ের ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেন। নোটিশের জবাব দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই তিনি পরদিন ২৩ মার্চ আমাকে ৯ দিন অনুপস্থিত দেখিয়ে প্রায় সাড়ে সাত হাজার টাকা বেতন কেটেছেন।

‘প্রধান শিক্ষক কারণে-অকারণে শোকজ নোটিশ দেওয়ায় মানসিক চাপে ইতোপূর্বে স্ট্রোক করেছি। ওপেন হার্ট সার্জারি করে ধুঁকে ধুঁকে বেঁচে আছি। প্রধান শিক্ষকের রোষানলেই হয়তো জীবন শেষ হয়ে যাবে।’

নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ২ এপ্রিল সর্বশেষ নোটিশের জবাব দিয়েছি। গত ৫ এপ্রিল প্রধান শিক্ষক বরাবরে দরখাস্ত দিয়ে ৯ দিনের বেতন ফেরত পাওয়ার আবেদন করেছি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেও প্রতিকার পাইনি। এবার শেষ ভরসা আদালত। আদালতে গিয়ে বিচার চাইবো।’

এ বিষয়ে প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, ‘ওই সহকারী প্রধান শিক্ষক নিয়ম-কানুনের তোয়াক্কা করেন না। তিনি মন চাইলে স্কুলে আসেন, কাজ করেন। আর মন না চাইলে আসেন না। ২০ বছরে ৬৭টি শোকজ নোটিশ কেন দিতে হলো  সেগুলো পড়লেই তা বুঝতে পারবেন। বিদ্যালয়ে অনপুস্থিতির কারণেই বেতন কাটা হয়েছে। শোকজ নোটিশের জবাবে তিনি কী লিখবেন সেটি দেখার বিষয় না।’

শোকজ নোটিশের কারণেই নুরুল ইসলাম স্ট্রোক করে অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘আমি চিকিৎসক না যে কে কেন স্ট্রোক করে বলতে পারবো। তবে কোনও অনিয়মের জন্যই সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলামকে আর ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে মাটিরাঙা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিন বিল্লাহ জানান, বিষয়টি তার জানা আছে। তিনি তদন্ত করে ঘটনার সত্যতা থাকলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেবেন।

/এমএএ/
সম্পর্কিত
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিত করে প্রস্তাব পাঠানোর আহ্বান
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
সর্বশেষ খবর
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল