X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় আহত ৪

মাদারীপুর প্রতিনিধি
২২ মে ২০২২, ১৭:৫২আপডেট : ২২ মে ২০২২, ১৭:৫২

মাদারীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চার জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল নন্দী জানান, শনিবার (২১ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম খইয়ারভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– পশ্চিম খইয়ারভাঙ্গা এলাকার মৃত রশীদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (২৮), রাসেলের ছোট ভাই রাজীব ব্যাপারী (২২), চাচা জুয়েল ব্যাপারী (২৮) এবং ভগ্নীপতি মজিবর মাতুব্বর (৩৫)। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে রাসেল খইয়ারভাঙ্গা এলাকায় রাজমিস্ত্রি ইমরান খানকে পাঁচ হাজার টাকা ধার দেন। পাওনা টাকা ফেরত না পেয়ে শনিবার সন্ধ্যায় তিনি ইমরানের বাড়িতে যান। সে সময় রাসেল টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমরান লোকজন নিয়ে রাসেলের ওপর হামলা চালান। হামলাকারীদের বাধা দিতে গেলে রাসেলের ভাই, চাচাসহ আরও তিন জনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

রাসেলের চাচা দিদার ব্যাপারী বলেন, ‘ইমরানের কাছে পাওনা টাকা চাওয়ায় তিনি স্থানীয় সন্ত্রাসী কবির মাতুব্বর, সোলাইমান মাতুব্বর, হৃদয় খানসহ আরও সাত থেকে আট জনকে নিয়ে আমাদের ওপর হামলা করেন। আমরা বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহামুদ বলেন, ‘চার জনের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের মাথায় জখম রয়েছে। তারা এখনও শঙ্কামুক্ত নন।’

অভিযোগের বিষয় জানতে চাইলে ইমরান খান বলেন, ‘টাকা না দেওয়ায় রাসেল আমাকে হুমকি দেয়। প্রথমে লোকজন নিয়ে রাসেল আমার গায়ে হাত তোলে। পরে আমার প্রতিবেশীরা তাকে প্রতিরোধ করে।’

এসআই  শ্যামল নন্দী বলেন, ‘হামলাকারীরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’

 

 

/আরকে/এমএএ/
সম্পর্কিত
হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী