X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিক্ষক উৎপলকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, দাবি ভাইয়ের

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৪:৫১আপডেট : ২৮ জুন ২০২২, ১৫:৪০

ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারের সিরাজগঞ্জের গ্রামের বাড়ি চলছে আহাজারি আর আর্তনাদ। মঙ্গলবার দুপুরে তার বড় ভাই অসিত কুমার অভিযোগ করে বলেছেন, ‘আমার ভাইকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।’

ওই কলেজের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে উৎপলকে পিটিয়ে হত্যা করেছেন অভিযোগ উঠেছে।

শিক্ষক উৎপল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের অজিত কুমার সরকারের ছেলে। গ্রামের বাড়িতে উৎপলের বৃদ্ধা মা গীতা রানী কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়ছেন। স্বজন ও প্রতিবেশীদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস।

উৎপলের বড় ভাই অসিত কুমার জানান, তার ভাইয়ের মরদেহ ঢাকার আশুলিয়া থেকে গতকাল সোমবার রাত ১০টার দিকে গ্রামে বাড়িতে পৌঁছে। রাতেই পার্শ্ববর্তী লাহিড়ী মোহনপুর শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তিনি বলেন, ‘আমরা আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। শিক্ষার্থীদের শাসন করায় যদি শিক্ষককে এভাবে হত্যা করা হয় তাহলে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর শৃঙ্খলা থাকবে না।’ ছোট ভাইয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

জানা গেছে, ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন উৎপল। তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে বিভিন্ন সময় উচ্ছুঙ্খল শিক্ষার্থীদের শাসন করতেন। শনিবার (২৫ জুন) ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ক্রিকেট খেলা হচ্ছিল। প্রভাষক উৎপল মাঠের এক পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে উৎপলকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকালে তিনি মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা লাশ, পাশে পড়ে ছিল রক্তমাখা বঁটি
সোমবার দুই ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক