X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মহাসড়কে রাখা কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ০৯:১৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯:১৬

ঠাকুরগাঁওয়ে মহাসড়কে দাঁড় করিয়ে রাখা কাভার্ড ভ্যানের ওপর দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৩০) নামে একজন ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার লোহার গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারোয়ার হোসাইন এ ঘটনা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাওয়া দ্রতগামী একটি ট্রাক এসে ধাক্কা দেয় সড়কে দাঁড় করিয়ে রাখা একটি মালভর্তি কাভার্ড ভ্যানকে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের চালক দরজা খুলে পালিয়ে গেলেও তার পাশে বসা হেলপার ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। উদ্ধার কাজ চলছে।

হাইওয়ে পুলিশ জানায়, উদ্ধার কাজের ব্যস্ততার ফাঁকে সটকে পড়ে কাভার্ড ভ্যানটি।

ঘটনার সময় ওই এলাকায় কর্মরত ঠাকুরগাঁও সদর থানার সাব-ইন্সপেক্টর হারুনর রশীদ জানান, নিহত হেলপার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। এদিকে, মালভর্তি কাভার্ড ভ্যানটি রাস্তায় দাঁড় করিয়ে রেখে স্টাফরা তখন খাচ্ছিলেন। দুর্ঘটনায় উদ্ধার কাজের ব্যস্ততার সময় তারা স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের বোদা থানা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

হাইওয়ে পুলিশের বোদা থানার সাব-ইন্সপেক্টর সাকিব হাসান জানান, খবর পেয়ে তারা এসেছেন। তদন্ত চলছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি পরিবহন শ্রমিক সংগঠনের মাধ্যমে ধরার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ভাইয়ের লাশ আনতে গিয়ে, লাশ হলেন আরও দুই জন
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল