X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘দুঃখের কথা শোনার কেউ নেই, আজ বলবো প্রধানমন্ত্রীকে’

সিলেট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০১

সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকার গলফ মাঠ থেকে চা শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন। শনিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী। এজন্য চা শ্রমিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অধীর অপেক্ষায় থাকা শ্রমিকরা বলেন, ‘দুঃখের কথা শোনার কেউ নেই, আজ বলবো প্রধানমন্ত্রীকে।’

ইতোমধ্যেই এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান। তিনি বলেন, ‘সব ধরনের প্রস্তুতি শেষ। চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এজন্য শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।’

জানা যায়, সিলেটের লাক্কাতুরা বাগানের গলফ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক উপস্থিত হবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে দীর্ঘ ১৮ দিন ধর্মঘট পালনের পর ২৮ আগস্ট কাজে যোগ দেন শ্রমিকরা। প্রধানমন্ত্রী নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চা শ্রমিকরা।

মালনীছড়া চা বাগানের শ্রমিক বিজন মুন্ডা বলেন, ‘শেখ হাসিনা ছাড়া আমাদের দুঃখের কথা শোনার আর কেউ নেই। আমরা অনেক দিন ধরেই তার সঙ্গে কথা বলার দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘আমাদের চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও সরকারপ্রধান চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এটা সত্যিই আনন্দের। আমরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরবো।’

সিলেট মহানগর পুলিশ উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘ইতোমধ্যে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ এবং আশপাশ এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা
দুর্নীতির অভিযোগে টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে আজ
রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত
সর্বশেষ খবর
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ড ভ্যান
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন