X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অবশেষে সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯

নানা নাটকীয়তার পর অবশেষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার ম্যানেজিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক রেজ্যুলেশনের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক নাজমিন বেগমকে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর নাজমিন নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এর আগে ওই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার চলতি বছরের ১৩ জুলাই অবসর গ্রহণ করলে সরকারি নির্দেশনা  লঙ্ঘন করে সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালামকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ নিয়ে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক নাজমিন বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এ বিষয়ে গত ২৯ আগস্ট বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এরপরই নড়েচড়ে বসে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার দায়িত্বভার পালন সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি পরিপত্রে (স্মারক নং: শিম/শা:১১/৩-৯/২০১১/২৫৬) বলা হয়েছে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় তাকে ছাড়া অন্য কোনও শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পণ করা যাবে না। এতে আরও বলা হয়েছে, কোনও বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বভার পালন করবেন।

দায়িত্ব নেওয়ার পর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমিন বেগম বলেন, ‘ম্যানেজিং কমিটি আবারও মিটিং করে রেজ্যুলেশনের মাধ্যমে আজ (রবিবার) আমাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সবার সহযোগিতা চাই।’

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আগের সিদ্ধান্ত বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী প্রধান শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।’

চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে ম্যানেজিং কমিটি আবারও রেজুলেশন করে সহকারী প্রধান শিক্ষক নাজমিন বেগমকে প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করেছে। এর ফলে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। ’

আরও খবর: বিধি লঙ্ঘন করে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ

 

 

/এমএএ/
সম্পর্কিত
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি