X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি

পঞ্চগড় প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২

পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের ঝলঝলি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ১২টি কবরের কঙ্কাল নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শামসুল হক নামে স্থানীয় এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবর স্থানে বেশ কিছু কুকুর দেখতে পান। তিনি ভেতরে এগিয়ে কবরের মাটি ও বাঁশ অন্যত্র দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন সেখানে যান। খবর পেয়ে স্থানীয়রা তাদের মৃত স্বজনদের কবর দেখতে আসেন। পরে দেখা যায়, মুক্তিযোদ্ধা সোলেমান আলী, শিক্ষিকা তাহেরা খাতুন, তোফাজ্জাল হোসেন, হকিকুল, রমজানসহ ১২ জনের কবরের কঙ্কাল চুরি করা হয়েছে। লাইট মেরে কবরের ভেতরে কোনও কঙ্কাল দেখতে পাননি স্থানীয়রা। খোলা কবরগুলোতে মৃতের স্বজনেরা মাটি দেন। রাতে চোররা তাদের ব্যবহৃত পরনের কাপড় কবরের পাশে ফেলে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলীর ছেলে রনি ও সোহেল বলেন, ‘দেশের জন্য বাবা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার কবর মৃতুর পরে সুরক্ষিত নয়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ‘কবর থেকে আমার ভাবির লাশ নিয়ে গেছে। কবরস্থানগুলো সুরক্ষার জন্য রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করা দরকার।’

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম হালিম বলেন, ‘সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের আটোয়ারি থানা পুলিশের কাছে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি। উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে তৃতীয় বারের মতো বোদা উপজেলায় তিনটি কবরস্থানে লাশ চুরির ঘটনা ঘটলো। এর আগে চন্দনবাড়ি ও ভাসাইনগর কবরস্থানে ১৮টি কঙ্কাল চুরি হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক চুরি
বড়লেখায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার ৬, চোরাই মালামাল উদ্ধার
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে