X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ মে.টন চাল পাচার, গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির রিলিফের চাল পাচারকালে চালভর্তি দুটি ট্রাকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস।

গ্রেফতার ব্যক্তিরা হলো– উপজেলার চর জুবিলী ইউনিয়নের আব্দুস সোবহানের ছেলে জব্দ চালের মালিক দাবিদার মো. মনির (২৮), চর আমান উল্লাহ ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ট্রাক ড্রাইভার মো. শামীম (৩২) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওসমান (১৯)। 

এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টায় উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে বিশ্ব খাদ্য কর্মসূচির রিলিফের ২২ মেট্রিক টন চালভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ী মো. মনির এবং সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবদুর রহমান ওরফে ডিলার রহমান (৪২)। সোমবার রাতে তারা পরস্পর যোগসাজশে ট্রলারযোগে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ২২ মেট্রিক টন চাল সুবর্ণচর উপজেলার তোতার বাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটে নিয়ে আসে। বাজারসংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫) লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয় গ্রামপুলিশ নূর করিম পুলিশকে খবর দিলে ট্রাক এবং আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত তিন ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়। এ সময় মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটে পুলিশের অভিযান টের পেয়ে ওই ট্রাকের ড্রাইভার ডিলার আবদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে পালিয়ে যায়।

রিলিফের চালভর্তি ট্রাক চাল আটক করা গ্রামপুলিশ নূর করিম বলেন, ‘সোমবার বিকালে মেঘনা নদী পার হয়ে হাতিয়া থেকে চালগুলো প্রথমে ভূমিহীন বাজারে আনা হয়। সেখানে বেশ কিছু বস্তা পরিবর্তন করে পাচারকারীরা। খবরটি ভূমিহীন বাজারের স্থানীয় লোকজন সন্ধ্যার সময় আমাকে জানান। পরে সেখানে গেলে ট্রাক ড্রাইভার জানায়, চালগুলো পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ডিলার আবদুর রহমানের। তাৎক্ষণিক আব্দুর রহমানের সঙ্গে স্থানীয় একজন সাংবাদিক ফোনে আমার সামনে কথা বললে সে জানায়, ভাসানচর থেকে কিছু চাল খাওয়ার জন্য আনার কথা ছিল। সাংবাদিক তাকে দুই ট্রাক চাল আটকের কথা বললে আবদুর রহমান ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়।’  

তবে আবদুর রহমান ওরফে ডিলার রহমান অভিযোগ নাকচ করে দিয়ে জানান, তিনি রাজনীতি করেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হলে ওই গ্রামপুলিশ তার বিরোধিতা করেছেন। গ্রামপুলিশ শত্রুতা করে এসব বলছেন। 

এ বিষয়ে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জানান, ২২ মেট্রিক টন চাল আটকের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
ত্রাণ না পেলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে