X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

দিনাজপুর শিক্ষা বোর্ডের আরও ২ বিষয়ের প্রশ্নপত্র বাতিল

দিনাজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দুটি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। দ্রুত বাতিল করা প্রশ্নপত্র আলাদা করে সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। তবে প্রশ্নপত্র বাতিল হলেও নির্দিষ্ট তারিখেই ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রংপুর বিভাগের আট জেলার (রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা প্রশাসককে দেওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, রংপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষা-২০২২-এর স্থগিত চারটি বিষয় গণিত (আবশ্যিক)-১০৯, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৬, কৃষিশিক্ষা (তত্ত্বীয়)-১৩৪, রসায়ন (তত্ত্বীয়)-১৩৭ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আরও দুটি বিষয় জীববিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৮ এবং উচ্চতর গণিতের (তত্ত্বীয়)-১২৬ সরবরাহ করা প্রশ্নপত্র বাতিল করা হলো। তাই আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাতিল প্রশ্নপত্র ট্রেজারি অফিসে কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাংকে সংরক্ষণের অনুরোধ করা হলো। উল্লেখ্য, যথাসময়ে ওই বিষয়গুলোর নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে।’

আগামী ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান বিষয়ে এবং ১ সেপ্টেম্বর উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন, ‘নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্রগুলো বাতিল করা হয়েছে। তবে আগের নির্ধারিত তারিখ ও সময়েই ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দুটি বিষয়ের শুধু প্রশ্নপত্রগুলো পরিবর্তিত হবে। বাতিল হওয়া নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্র ও স্থগিত করা চারটি বিষয়ের প্রশ্নপত্র ইতোমধ্যে ছাপানো শুরু হয়ে গেছে। আগামী ২৬ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ট্রেজারিতে সেসব প্রশ্নপত্র চলে আসবে এবং ২৭ তারিখের মধ্যেই কেন্দ্র অনুযায়ী প্রশ্নপত্র সর্টিং করা হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি জানান, আগে থেকেই বিষয়ের প্রশ্নপত্রের পাণ্ডুলিপি করা থাকে। শুধু সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ফলে নতুন করে সময়ের প্রয়োজন হয়নি। বুধবার রাত থেকেই প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
টাকার বিনিময়ে অন্যের হয়ে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই জন আটক
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
সর্বশেষ খবর
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অ্যাডামসকে বিদায় দিলো বিসিবি
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী