X
রবিবার, ০১ অক্টোবর ২০২৩
১৬ আশ্বিন ১৪৩০

দিনাজপুর শিক্ষা বোর্ডের আরও ২ বিষয়ের প্রশ্নপত্র বাতিল

দিনাজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দুটি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। দ্রুত বাতিল করা প্রশ্নপত্র আলাদা করে সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে। তবে প্রশ্নপত্র বাতিল হলেও নির্দিষ্ট তারিখেই ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রংপুর বিভাগের আট জেলার (রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা প্রশাসককে দেওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়, রংপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষা-২০২২-এর স্থগিত চারটি বিষয় গণিত (আবশ্যিক)-১০৯, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৬, কৃষিশিক্ষা (তত্ত্বীয়)-১৩৪, রসায়ন (তত্ত্বীয়)-১৩৭ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে আরও দুটি বিষয় জীববিজ্ঞান (তত্ত্বীয়)-১৩৮ এবং উচ্চতর গণিতের (তত্ত্বীয়)-১২৬ সরবরাহ করা প্রশ্নপত্র বাতিল করা হলো। তাই আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বাতিল প্রশ্নপত্র ট্রেজারি অফিসে কঠোর নিরাপত্তার সঙ্গে আলাদা করে পৃথক ট্রাংকে সংরক্ষণের অনুরোধ করা হলো। উল্লেখ্য, যথাসময়ে ওই বিষয়গুলোর নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হবে।’

আগামী ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান বিষয়ে এবং ১ সেপ্টেম্বর উচ্চতর গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন, ‘নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্রগুলো বাতিল করা হয়েছে। তবে আগের নির্ধারিত তারিখ ও সময়েই ওই দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দুটি বিষয়ের শুধু প্রশ্নপত্রগুলো পরিবর্তিত হবে। বাতিল হওয়া নতুন দুটি বিষয়ের প্রশ্নপত্র ও স্থগিত করা চারটি বিষয়ের প্রশ্নপত্র ইতোমধ্যে ছাপানো শুরু হয়ে গেছে। আগামী ২৬ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসকের ট্রেজারিতে সেসব প্রশ্নপত্র চলে আসবে এবং ২৭ তারিখের মধ্যেই কেন্দ্র অনুযায়ী প্রশ্নপত্র সর্টিং করা হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি জানান, আগে থেকেই বিষয়ের প্রশ্নপত্রের পাণ্ডুলিপি করা থাকে। শুধু সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। ফলে নতুন করে সময়ের প্রয়োজন হয়নি। বুধবার রাত থেকেই প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা  
মাকে অভিভাবকের স্বীকৃতি দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
এসএসসির উত্তরপত্র পুনর্নীরিক্ষণে পাস করলেন ১৮০ জন
সর্বশেষ খবর
ঘরে ডাকাতি, দুই জনকে ধরে চোখ তুলে নিয়েছেন এলাকাবাসী
ঘরে ডাকাতি, দুই জনকে ধরে চোখ তুলে নিয়েছেন এলাকাবাসী
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
তিন দিনের ছুটি কাটিয়ে চেনা রূপে ঢাকা, তীব্র যানজট
তিন দিনের ছুটি কাটিয়ে চেনা রূপে ঢাকা, তীব্র যানজট
ভারতে বন্ধ হয়ে গেলো আফগান দূতাবাস
ভারতে বন্ধ হয়ে গেলো আফগান দূতাবাস
সর্বাধিক পঠিত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
কবে থেকে বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদফতর
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
একই সময়ে একই হাসপাতালে মারা গেলেন প্রবীণ দুই এমপি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
প্রধানমন্ত্রীর জন্মদিনে দায়সারা কেক, ফেসবুকে সমালোচিত ডিসি
সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা