X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রুপনা-ঋতুপর্ণার সাফল্যে সড়ক ও সেতু পাচ্ছেন এলাকাবাসী

রাঙামাটি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭

সাফজয়ী রাঙামাটির দুই ফুটবলারের কীর্তিতে এবার সড়ক ও সেতু উপহার পাচ্ছেন এলাকাবাসী। বাংলাদেশ দলের গোলরক্ষক রুপনা চাকমার বাড়িতে যাওয়ার সড়ক ও বাঁশের সাঁকোর স্থানে সেতু এবং ঋতুপর্ণা চাকমার বাড়ি যাওয়ার সড়ক তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমন ঘোষণা শুনে এলাকার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে রুপনার বাড়ির সড়ক-সেতু এবং ঋতুপর্ণার বাড়ির সড়ক তৈরি করে দেওয়ার ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেছেন, ‘রুপনা এবং ঋতুপর্ণার বাড়ি যাওয়ার সড়ক ও সেতু দ্রুত তৈরি করে দেওয়া হবে। একইসঙ্গে তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

রুপনা চাকমার বাড়ি যাওয়ার বাঁশের সাঁকোর স্থলে সেতু করে দেওয়া হবে

সাফের মুকুটজয়ী রুপনার বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়া আদাম গ্রামে। ঋতুপর্ণার বাড়ি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে মগাছড়ি গ্রামে। বাঁশের নড়বড়ে সাঁকো পার হয়ে মেঠোপথে যেতো হয় ভূঁইয়া আদাম গ্রামে। গ্রামের ভাঙাচোরা কুঁড়েঘরে বেড়ে উঠেছেন সাফজয়ী রুপনা।

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়া ইউনিয়ন থেকে প্রায় তিন কিলোমিটার ধানক্ষেত, ছড়া ও পাহাড় পেরিয়ে যেতে হয় মগাছড়ি গ্রামে। গ্রামের একটি টিনশেড ঘরে বেড়ে উঠেছেন ঋতুপর্ণা। বর্ষা মৌসুমে পথ চলতে ভোগান্তিতে পড়তে হয় মগাছড়ি গ্রামের বাসিন্দাদের। বারবার সড়কের আবেদন করলেও সাড়া মেলেনি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক তাদের বাসায় উপহার নিয়ে যান। তখন সড়ক ও সেতুর জন্য তাদের দীর্ঘদিনের দুর্ভোগ এবং সংগ্রামের কথা জানতে পারেন জেলা প্রশাসক।

প্রায় তিন কিলোমিটার ধানক্ষেত, ছড়া ও পাহাড় পেরিয়ে যেতে হয় মগাছড়ি গ্রামে

জেলা প্রশাসককে ঋতুপর্ণার মা বসুমতি চাকমা বলেন, ‘আমার মেয়ে দেশের জন্য ভালো খেলেছে তাতে আমিসহ গ্রামবাসী আনন্দিত। আমাদের বাড়ির রাস্তা নেই। বাড়িতে আসা-যাওয়ায় আমাদের ভোগান্তি পোহাতে হয়। ঋতু ছুটিতে যখন বাসায় আসে তখন প্রায় তিন কিলোমিটার হেঁটে আসতে হয়। রাস্তাটি করে দিলে মগাছড়ি এলাকার মানুষের অনেক উপকার হবে।’

একই দিন রুপনার মা কালাসোনা চাকমা জেলা প্রশাসককে বলেন, ‘মেয়ের সাফল্যে অনেক খুশি হয়েছি। গর্বে বুক ভরে যাচ্ছে। আমরা ছোট একটি ভাঙা ঘরে থাকি। একটি ঘর করে দিলে খুব খুশি হবো। পাশাপাশি গ্রামের বাঁশের সাঁকোর স্থলে সেতু ও সড়কটি করে দিলে আমরা উপকৃত হবো।’

আরও পড়ুন: আরও পড়ুন: ঘর পাচ্ছে সাফজয়ী রুপনা চাকমার পরিবার

এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রুপনা ও ঋতুপর্ণা আমাদের গর্বিত করেছে। রুপনার পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার এলাকার সড়ক-সেতু এবং ঋতুপর্ণার বাড়িতে যাওয়ার সড়কটি দ্রুত তৈরি করে দেওয়া হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘তাদের পরিবারের পাশে আমরা আছি। তাদের পরিবারের জন্য যা যা করার দরকার সবই করা হবে। এরইমধ্যে বাঁশের সাঁকোর স্থলে সেতু, কাঁচা সড়কের স্থলে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।’

বর্ষা মৌসুমে পথ চলতে ভোগান্তিতে পড়তে হয় মগাছড়ি গ্রামের বাসিন্দাদের

ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিম উদ্দিন বলেন, ‘ঋতুপর্ণা শুধু এই ইউনিয়নের নয়; সারা দেশের গর্ব। তার বাড়িতে যাওয়ার সড়কটি দ্রুত করে দেবো আমরা। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।’

সড়ক ও সেতু নির্মাণের খবর শুনে খুশি হয়ে রুপনার মা কালাসোনা চাকমা বলেন, ‘এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি কেটে যাবে। সড়ক ও সেতু হলে গ্রামবাসীর কষ্ট দূর হবে। এজন্য আমি অনেক খুশি হয়েছি।’

আরও পড়ুন: রুপনার মা চাইলেন ঘর, রাস্তা নেই ঋতুপর্ণার বাড়ির

ঋতুপর্ণার মা বসুমতি চাকমা বলেন, ‘আমাদের বাড়ি আসার সড়কটি তৈরি করে দেওয়ার খবর শুনে খুশি হয়েছি। অবশেষে আমাদের কষ্ট দূর হচ্ছে।’

ভূঁইয়া আদাম গ্রামের বাসিন্দা মঙ্গলাদেবী চাকমা বলেন, ‘একটা সেতুর অভাবে গ্রামের প্রায় ২০০ পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট করছে। রুপনার সাফল্যের জন্য আমাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে। এজন্য আমরা অনেক খুশি।’

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
দু‌দি‌নে আরও ৫ সন্দেহভাজন কেএনএফ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!