X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে রাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩

ছন্দা রায় নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মুগদা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছন্দা অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। চলতি বছরের মার্চে তিনি স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি স্বামীর সঙ্গে ঢাকার মুগদায় ভাড়া বাসায় থাকতেন।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছন্দার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সূত্রে জানা যায়, তিন মাস আগে ছন্দা রায়ের বিয়ে হয়। তার স্বামী ঢাকায় বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন। তিনি স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। সোমবার দুপুর ১২টায় নিজ রুম থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘ছন্দার মৃত্যুর খবরটি আমরা মেনে নিতে পারছি না! মাত্র তিন মাস হলো বিয়ে হয়েছে! কী এমন হয়েছে তার সঙ্গে জানি না। তার মৃত্যুর জন্য সমাজ, পরিবার ও তার স্বামী দায়ী। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম তুহিন বলেন, ‘ঢাকার মুগদা থানা এলাকায় এই ঘটনা ঘটে। তাই সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা দেখভাল করছেন।’

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘ছন্দার আত্মহত্যার বিষয়ে ফোন পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় ছন্দার লাশ উদ্ধার করি। সেখানে একটি চিরকুটে লেখা “আমার মৃত্যুর জন্য আমি দায়ী”।’

ওসি আরও বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট দেখলে বলা যাবে। ইতোমধ্যে আমরা ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছি। আশা করি, দ্রুত রিপোর্ট আমাদের হাতে আসবে।’

এদিকে, ছন্দার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা এ মানববন্ধন করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
ভাড়াটিয়ার খাটের নিচ থেকে ইমামের স্ত্রীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক